shono
Advertisement

Breaking News

Iran

মূলপর্বে উঠেও শঙ্কা, জায়গা নিশ্চিত হলেও ইরানের বিশ্বকাপ যাত্রা কি ট্রাম্পের হাতে?

টানা চারবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেলল ইরান।
Published By: Prasenjit DuttaPosted: 06:09 PM Mar 27, 2025Updated: 06:57 PM Mar 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপানের পর এশিয়া থেকে ২০২৬ ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল ইরান। বৃহস্পতিবার তারা তেহরানের আজাদি স্টেডিয়ামে উজবেকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে। এই ফলাফলের সঙ্গে সঙ্গে জাপান ও নিউজিল্যান্ডের পর ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় আয়োজিত হবে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। তাই আয়োজক তিন দেশ ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। 

Advertisement

ইরানের বিশ্বকাপ যোগ্যতা অর্জনের আনন্দ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ম্লান হয়ে যেতে পারে। অভিবাসন নীতির উপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যে দেশগুলির উপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে সেই তালিকায় ৪১টি দেশকে রাখা হয়েছে। ঘটনাচক্রে যে ১০টি দেশের ভিসা সম্পূর্ণভাবে স্থগিত রাখার কথা ভাবা হয়েছে, তার মধ্যে রয়েছে ইরান। আর এই নীতি কার্যকর হলে ২০২৬ বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে যেতে পারবে না ইরান। এই নিষেধাজ্ঞা ইরানের খেলোয়াড় এবং কর্তাদের উপর প্রভাব ফেলতে পারে।

আগামী বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচই হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই ইরান কীভাবে মার্কিন মুলুকে খেলবে, তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে। সুতরাং এক্ষেত্রে ইরানকে দেখতে হবে কীভাবে তারা মার্কিন মুলুকে খেলা এড়াতে পারে। বিশ্বকাপের গ্রুপ এ-র ম্যাচগুলি আয়োজিত হতে চলেছে মেক্সিকোয়। ইরানের লক্ষ্য থাকবে গ্রুপ এ-র শীর্ষে শেষ করা। কিন্তু যদি তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছায়, তাহলে তাদের মিয়ামিতে খেলতে হবে। তাই ইরানের বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের উপর। আপাতত ২০১৪ সালের পর থেকে টানা চারবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেলল ইরান।

৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ইরান। অন্যদিকে, উজবেকিস্তানের পয়েন্ট ১৭। তারা দ্বিতীয় স্থানে। বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার সুযোগ তাদের সামনেও রয়েছে। তুল্যমূল্য লড়াইয়ের বিচারে ইরান এগিয়ে থাকলেও দারুণ লড়াই দিয়েছে উজবেকিস্তান। ১৬ মিনিটের মধ্যেই তারা এগিয়েও যায় খোজিমাত আরকিনভের গোলে। প্রথমার্ধে এক গোলে এগিয়েই ছিল তারা। দ্বিতীয়ার্ধে বাড়তি উদ্দীপনা নিয়ে নামেন ইরানি ফুটবলাররা। ৫২ মিনিটে মেহদি তারেমির গোলে সমতায় ফেরে তারা। যদিও তাদের সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। এক মিনিট পরেই আব্বোসবেক ফায়জুল্লায়েভের গোলে এগিয়ে যান উজবেকরা। ৮৩ মিনিটে ত্রাণকর্তা রূপে মেহদির গোলে সমতায় ফেরে ইরান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জাপানের পর এশিয়া থেকে ২০২৬ ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল ইরান।
  • উজবেকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা।
  • জাপান ও নিউজিল্যান্ডের সঙ্গে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল ইরান।
Advertisement