সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের প্রথম দিনটা অসাধারণ শুরু এফসি মেদিনীপুরের। বৃহস্পতিবার তারা হারাল দ্বিতীয় স্থানে থাকা সুন্দরবন বেঙ্গল অটো এফসি-কে। মেহতাব হোসেনের দলকে ২-০ গোলে হারিয়েছে মেদিনীপুর। বেঙ্গল সুপার লিগে তাদের দ্বিতীয় জয় হলেও প্রথমবার পরাজিত হয়েছে সুন্দরবন।
এদিন ক্যানিং স্টেডিয়ামে শুরুতে দুই দলের মধ্যেই তুল্যমূল্য লড়াই দেখা যায়। আক্রমণ পালটা আক্রমণে খেলা জমে ওঠে। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে গেলে ম্যাচটা জিততেই হত সুন্দরবনকে। কিন্তু সেই লক্ষ্যে হোঁচট খেতে হল তাদের। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে (৪৫+৩) এফসি মেদিনীপুরের হয়ে ডেডলক ভাঙেন সুদীপ।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে সুন্দরবন। তবে মেদিনীপুরের মজবুত ডিফেন্সকে ভাঙতে পারেননি মেহতাবের ছেলেরা। ৮১ মিনিটে খেলার গতির বিরুদ্ধে গিয়ে মেদিনীপুরকে এগিয়ে দেন কুশ। সেটাই জয়সূচক গোল। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেদিনীপুর।
ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জেএইচআর রয়্যাল সিটি এফসি। ৭ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে মেহতাব হোসেনের দল সুন্দরবন বেঙ্গল অটো এফসি দ্বিতীয় স্থানে। তৃতীয় হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। তারা ৬ ম্যাচে ১২ পয়েন্টে। নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতে মেদিনীপুর উঠে এল ছ'নম্বরে। তাদের পয়েন্ট ৭ ম্যাচে ৮। সপ্তমে বর্ধমান। ৬ ম্যাচে ৪ পয়েন্টে তারা। ছ’ম্যাচে দু’টিতে ড্র করে ২ পয়েন্ট পয়েন্ট তালিকায় সবার শেষে কোপা টাইগার্স বীরভূম।
