shono
Advertisement
FIFA

আঁধারের মাঝেও আলো! ফিফার তালিকায় বাড়ল ভারতীয় রেফারির সংখ্যা

দেখে নিন ফিফার প্যানেলে ভারতীয় রেফারিদের তালিকা।
Published By: Prasenjit DuttaPosted: 05:32 PM Jan 01, 2026Updated: 05:40 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে ঘোরতর অনিশ্চিয়তায় ভারতীয় ফুটবল। কবে হবে আইএসএল? কবেই বা আই লিগ? বারংবার ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলির বৈঠক, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ইত্যাদির পরেও কোনও সমাধানসূত্র বের হয়নি। তাছাড়াও নামতে নামতে ফিফা ক্রমতালিকায় ১৪২-এ চলে গিয়েছে ভারত। এত 'আঁধারে'র মাঝেও কিছুটা হলে 'আলো' জ্বলল ভারতীয় ফুটবলে। ফিফার তালিকায় বেড়েছে ভারতীয় রেফারির সংখ্যা।

Advertisement

ফিফার তালিকায় বৃদ্ধি পেয়েছে তিন ভারতীয় রেফারির নাম। এরমধ্যে রয়েছেন এক মহিলাও। তাঁর নাম রচনা কামানি। দ্বিতীয় মহিলা রেফারি হিসাবে ফিফার স্বীকৃতি পেলেন গুজরাটের রচনা। তাছাড়াও জায়গা করে নিয়েছেন পুদুচেরির অশ্বিন কুমার, দিল্লির আদিত্য পুরকায়স্থরা।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, অশ্বিন কুমার এবং পুরকায়স্থ কুয়ালা লামপুরে এএফসি রেফারি অ্যাকাডেমি কোর্স সম্পন্ন করেছেন। রচনাও এখন একই কোর্স করছেন। এখানেই শেষ নয়। ফিফার সহকারী রেফারির তালিকায় যুক্ত হয়েছেন আরও দুই ভারতীয়। তাঁদের একজন পুদুচেরির মুরলীধরন পান্ডুরঙ্গন এবং মহারাষ্ট্রর ক্রিস্টোফার পিটার।

উল্লেখ্য, ২০২৬ সালের জন্য ফিফার ম্যাচ অফিসিয়ালদের তালিকায় ভারতের ১৯ জন ম্যাচ অফিসিয়ালের নাম রয়েছে।

ফিফা আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের তালিকা:
ভেঙ্কটেশ আর, হরিশ কুণ্ডু, সেন্থিল নাথান সেকারন, ক্রিস্টাল জন, অশ্বিন কুমার, আদিত্য পুরকায়স্থ, রঞ্জিতা দেবী টেকচাম, রচনা হাসমুখভাই কামানি।

সহকারী রেফারি:
ভাইরামুথু পরশুরামন, সুমন্ত দত্ত, অরুণ শশীধরন পিল্লাই, উজ্জ্বল হালদার, মুরলীধরন পান্ডুরঙ্গন, দীপেশ মনোহর সাওয়ান্ত, সৌরভ সরকার, ক্রিস্টোফার পিটার, রিওহলাং ধর, এলংবাম দেবালা দেবী।

ফুটসল রেফারি:
বিশাল মহেন্দ্রভাই ভাজা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নামতে নামতে ফিফা ক্রমতালিকায় ১৪২-এ চলে গিয়েছে ভারত।
  • এত 'আঁধারে'র মাঝেও কিছুটা হলে 'আলো' জ্বলল ভারতীয় ফুটবলে।
  • ফিফার তালিকায় বেড়েছে ভারতীয় রেফারির সংখ্যা।
Advertisement