সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন ফুটবলবিশ্বের কিংবদন্তি। বিশ্বকাপ জয়ের পাশাপাশি জোড়া কোপা আমেরিকাও জিতেছেন লিওনেল মেসি। আরেকজন মাত্র ১৭ বছর বয়সেই জিতেছেন ইউরো। পরের বছর বিশ্বকাপে নিজের সেরাটা দিতে মরিয়া থাকবেন। দুজনের মধ্যে আছে আরও একটা মিল। দুজনের সঙ্গে জড়িয়ে আছে বার্সেলোনা ফুটবল ক্লাবের নাম।
যদিও মেসি আর ইয়ামালের কখনও একসঙ্গে খেলা হয়নি। ২০২৩-এ যখন স্পেনের কিশোরের গায়ে বার্সেলোনার জার্সি ওঠে, ততদিনে মেসি স্পেনের ক্লাবের সঙ্গ ছেড়ে দিয়েছেন। এবার কি দুজনকে একসঙ্গে দেখার প্রত্যাশা পূরণ হতে চলেছে? ‘গুরু’ মেসির মুখোমুখি হবে ‘শিষ্য’ ইয়ামাল। দুই মহাদেশের দুই সেরা দেশ মুখোমুখি হবে ফিনালিসিমায়।
স্পেনের সংবাদমাধ্যম মার্কার মতে, আগামী বছরের ২৭ মার্চ মুখোমুখি হতে পারেন মেসি ও ইয়ামাল। অর্থাৎ আর্জেন্টিনা বনাম স্পেনের ফিনালিসিমা। কোথায় হতে পারে এই ম্যাচ? মেসির জন্য 'পয়া' স্টেডিয়ামে। কাতারের লুসেল স্টেডিয়ামে হতে পারে এই ম্যাচ। অর্থাৎ যে স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। আর সেই বিশ্বকাপ জিতেছিলেন মেসি।
এখনও দুই দেশ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে সব ঠিক থাকলে প্রথমবার প্রতিদ্বন্দ্বী হিসেবে সাক্ষাৎ হবে গুরু-শিষ্যের। যদিও সরাসরি 'শিষ্য' না বলে 'ভাবশিষ্য' বলাটাই ঠিক হবে। বার্সেলোনায় থাকাকালীন মেসির 'স্নেহস্পর্শ' পেয়েছিলেন ইয়ামাল। তার মধ্যে তো একেবারে ছোটবেলায় ইয়ামালকে মেসির স্নান করানোর ছবি তো খুবই জনপ্রিয়। পরের বছর জুন-জুলাইয়ে বিশ্বকাপ। তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মঞ্চও পাবে দুই দল।
