সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ বিন্যাসে সহজ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। পর্তুগালের গ্রুপও কঠিন নয়। একদিকে লিওনেল মেসি যেমন নামবেন বিশ্বজয়ীর খেতাব ফের নিজেদের দখলে রাখতে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লক্ষ্য থাকবে প্রথমবার বিশ্বসেরা হওয়ার। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মোকাবিলা দেখা যেতে পারে নকআউট পর্বে।
বিশ্বকাপে পর্তুগাল ও আর্জেন্টিনার সাক্ষাৎ হয়েছে ৭ বার। সেখানে কিন্তু পাল্লা ভারী ইউরোপের দলের দিকেই। রোনাল্ডোর দেশ জিতেছে ৪ বার, যেখানে মেসির দেশের জয় মাত্র ১ বার। আর ড্র হয়েছে ২ বার। তবে বিশ্বকাপের মঞ্চে কখনও দেখা হয়নি মেসি-রোনাল্ডোর।
এবার সেটা হতে পারে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ জে-তে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডনের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের মুখোমুখি হবে লিওলেন মেসির আর্জেন্টিনা। গ্রুপ কে-তে পর্তুগালের প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া। অন্য দিক থেকে দেখলে, বিশ্বকাপ ফুটবলের মঞ্চে প্রথমবার সুযোগ পাওয়া উজবেকিস্তান খেলবে পর্তুগাল, কলম্বিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। আরেকটি দল আসবে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ থেকে।
যদি আর্জেন্টিনা ও পর্তুগাল দুই দলই নিজেদের গ্রুপের শীর্ষে শেষ করতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। গ্রুপ পর্বের পর শেষ ৩২-র ম্যাচ। যেহেতু এবার ৪৮ দলের বিশ্বকাপ, তাই অন্যান্যবারের থেকে অতিরিক্ত একটি রাউন্ড থাকছে। তবে সেই রাউন্ডে সহজ প্রতিপক্ষের সম্ভাবনা রয়েছে। এরপর রাউন্ড অফ ১৬। সেই ম্যাচও যদি মেসি-রোনাল্ডোরা নিজেদের ম্যাচে জেতেন, তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হবে দুই কিংবদন্তির। রোনাল্ডো যেমন জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। অন্যদিকে মেসি এখনও বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা রেখেছেন। তবে আন্তর্জাতিক মঞ্চে তাঁদের শেষ মোকাবিলা দেখার জন্য মুখিয়ে ফুটবল দুনিয়া।
