সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে মার্কিন প্রেসেডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের গ্রুপ বিন্যাস। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। কিন্তু প্রশ্ন হল, ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি? তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি তিনি স্বয়ং। এ কথা জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওলেন স্কালোনি।
গ্রুপ বিন্যাস অনুষ্ঠানের পর মেসিকে নিয়ে প্রশ্ন করা হয় আর্জেন্টিনার কোচকে। তিনি বলেন, "এই মুহূর্তে সব কিছু ঠিকঠাকই রয়েছে। কিন্তু ছ'মাস অনেক সময়। আশা করছি, ও সুস্থ থাকবে। হাতে এখনও সময় আছে। তাই মেসিই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। যাই সিদ্ধান্ত নিক না কেন, আমরা ওর পাশে থাকব।"
সম্প্রতি মেসি বলছেন, “বিশ্বকাপ সব ফুটবলারের কাছেই আলাদা অনুভূতি। বিশেষত আর্জেন্টিনার কাছে।” ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে লিও জানিয়েছেন, তিনি ২৬ বিশ্বকাপ খেলতে চান। কোচ লিওনেল স্কালোনির সঙ্গেও তাঁর কথা হয়েছে। তারপরও ফিটনেস সমস্যার কারণ হতে পারে। মেসির কথায়, “আগেও বলেছি, পরের বছর বিশ্বকাপে খেলা আমার একটা স্বপ্ন। আশা করি খেলতে পারব। এ নিয়ে কোচের সঙ্গেও কথা হয়েছে। সবচেয়ে খারাপ হতে পারে, আমি হয়তো বাড়িতে বসে খেলা দেখলাম। তবে সেটাও আমার কাছে বিশেষ অনুভূতি হবে।”
গ্রুপ জে-তে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডনের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের মুখোমুখি হবে লিওলেন মেসির আর্জেন্টিনা। এই প্রসঙ্গে স্কালোনি বলেছেন, "গত বিশ্বকাপের থেকে এবার সহজ গ্রুপ পেয়েছি। তাই কিছুটা নিশ্চিন্ত। সূচি ঘোষণা হয়ে গেলে আমরা হিসাবনিকাশ শুরু করে দেব। আগের বারের মতো লড়াকু একটা দল চাই। এখন আমরা ভালো ছন্দে রয়েছি। সকলে যাতে সুস্থ হয়ে বিশ্বকাপে নামতে পারে, এটাই চাইব।"
বিশেষজ্ঞরা মনে করছেন, আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে। এখন দেখার, ২০২৬ বিশ্বকাপে খেলেন কি না মেসি। ১৯২ ম্যাচ। ১১২টি গোল। কোপা, আমেরিকা ট্রফি, বিশ্বকাপে সোনার বল, এবং সর্বোপরি বিশ্বকাপ ট্রফি, কী নেই তাঁর ঝুলিতে! আর সেটাই যেন তাঁর দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ঘরের মাঠে জোড়া গোল করে দলকে ভেনেজুয়েলার বিরুদ্ধে জেতান মেসি।
