সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলের দুরবস্থা অব্যাহত। র্যাঙ্কিংয়ে ক্রমাগত পতন হচ্ছে, এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। এমনকী দেশের সেরা লিগ আইএসএল আয়োজন নিয়েও সংকট চলছে। এই পরিস্থিতি দেশব্যাপী বিরাট আন্দোলনের ডাক দিলেন মিনার্ভা ফুটবল অ্যাকাডেমির প্রধান রঞ্জিত বাজাজ। যার মূল দাবি, এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের অপসারণ।
ভারতীয় ফুটবলে যে সংকট চলছে, তার জন্য অনেকে চৌবের প্রশাসনিক পরিচালনার ত্রুটিকে দায়ী করেন। বিশেষ করে আইএসএল নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তার জন্য ফেডারেশনও দায়ী বলে অভিযোগ করে ওয়াকিবহাল মহল। চৌবেরা আরও সক্রিয় হলে হয়তো এই পরিস্থিতি তৈরি হত না। এখানেই শেষ নয়। ভারতীয় দলের বর্তমান র্যাঙ্কিং ১৪২। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন তো দূরের কথা, বাংলাদেশে গিয়ে হেরে এসেছে। সব মিলিয়ে দেশের ফুটবলভক্তদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
সেই 'ক্ষোভ'কে প্রতিবাদে রূপ দিতে বলছেন বাজাজ। ইনস্টাগ্রামের একটি ভিডিওবার্তায় তিনি আগামী ৭ ডিসেম্বর সকাল ১১টায় দেশের ফুটবলভক্তদের আন্দোলন করার ডাক দিয়েছেন। তবে তার জন্য বিশেষ কোথাও যেতে হবে না। বাজাজের বক্তব্য, দেশের ফুটবলপ্রেমীরা যে যেখানেই থাকুন না কেন, তাঁরা যেন ১০ মিনিট বের করেন। সেই সময় তাঁদের নির্দিষ্ট ব্যানার তুলে ধরতে বলছেন বাজাজ। যেখানে তিনি লিখতে বলছেন, 'সেভ ইন্ডিয়ান ফুটবল' কিংবা 'কল্যাণ চৌবে আউট।' অর্থাৎ ফেডারেশন সভাপতির অপসারণের মাধ্যমে ভারতীয় ফুটবলকে বাঁচানোর পরিকল্পনা রয়েছে।
ওই ভিডিওবার্তায় বাজাজ বলেন, "কল্যাণ চৌবেরা ভিশন ২০৪৭-এ আমাদের স্বপ্ন দেখিয়েছিল, ভারত ফুটবলে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হবে। কিন্তু এভাবে চললে ২০৪৭-এ আমাদের দেশের র্যাঙ্ক হবে ১৭০। তখন আমরা বয়স্ক হয়ে যাব। কিন্তু তরুণ প্রজন্ম আমাদের দিকে প্রশ্ন তুলবে, দেশের ফুটবলকে বাঁচানোর জন্য আমরা কেন কিছু করিনি। ভারতীয় ফুটবল আজ মৃত।" সেটাকে মাথায় রেখেই ১০ মিনিটের জন্য প্রতিবাদী ব্যানার তুলে ধরতে বলছেন বাজাজ।
