shono
Advertisement
FIFA World Cup 2026

জার্মান আগ্রাসনে ছারখার স্লোভাকিয়া, বিশ্বকাপের টিকিট পেল চারবারের চ্যাম্পিয়নরা

যোগ্যতা অর্জন করল নেদারল্যান্ডসও।
Published By: Anwesha AdhikaryPosted: 09:38 AM Nov 18, 2025Updated: 09:38 AM Nov 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল জার্মানি এবং নেদারল্যান্ডস। নিজেদের গ্রুপে শীর্ষস্থানে থাকার দরুণ সরাসরি বিশ্বকাপে খেলবে দুই দল। সোমবার স্লোভাকিয়াকে হাফডজন গোল দিয়ে বিশ্বকাপের টিকিট অর্জন করে ফেলেছে জার্মানি। অন্যদিকে লিথুয়ানিয়াকে ৪-০ হারিয়েছে নেদারল্যান্ডস। প্রথম বিশ্বকাপ জেতার আশায় আগামী বছর মাঠে নামবে ডাচ ব্রিগেড।

Advertisement

মাসদুয়েক আগে জার্মানিকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল স্লোভাকিয়া। কিন্তু সোমবার সেই হারের বদলা নিলেন লিরয় সানেরা। ম্যাচের শুরু থেকেই জার্মান ঝড়ের সামনে দিশেহারা হয়ে পড়ে স্লোভাকিয়া। ম্যাচের প্রথম গোলটি আসে ১৮ মিনিটে, নিক অল্টেমেডের শট থেকে। এরপর ২৯ মিনিটে সার্জ নাবরির গোল। ৩৬ এবং ৪১ অর্থাৎ পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল সানের।

প্রথমার্ধে ৪-০ এগিয়ে যাওয়া জার্মানির বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি স্লোভাকিয়া। ৬৭ মিনিটে জার্মানির হয়ে ফের গোল করেন রিডল বাকু। ৭৯ মিনিটে জার্মানির ষষ্ঠ গোল আসে আসান উইদ্রাওগোর শট থেকে। গ্রুপ 'এ'তে ১৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে চলে গেল জার্মানি। তবে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়ার বিশ্বকাপ স্বপ্ন এখনও বেঁচে। প্লে অফে খেলবে তারা।

অন্যদিকে গ্রুপ 'জি' থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল নেদারল্যান্ডস। গোটা যোগ্যতা অর্জন পর্বে একটাও ম্যাচে হারেননি কোডি গাকপোরা। সোমবার লিথুয়ানিয়ার বিরুদ্ধে ১৬ মিনিটে গোল করেন তিজ্জানি রেন্ডার্স। তবে বিরতির পরে ডাচদের দাপট বাড়ে। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গাকপো। তার চার মিনিটের মধ্যেই জাভি সিমন্স এবং ডনেল মালেনের গোল। ৬২ মিনিটে ৪-০ এগিয়ে যায় নেদারল্যান্ডস। এখনও পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে পারেনি ডাচরা। এবার ভক্তদের স্বপ্ন দেখাচ্ছে গাকপোদের সোনালি ফর্ম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাসদুয়েক আগে জার্মানিকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল স্লোভাকিয়া। কিন্তু সোমবার সেই হারের বদলা নিলেন লিরয় সানেরা।
  • প্রথমার্ধে ৪-০ এগিয়ে যাওয়া জার্মানির বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি স্লোভাকিয়া।
  • গ্রুপ 'জি' থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল নেদারল্যান্ডস। গোটা যোগ্যতা অর্জন পর্বে একটাও ম্যাচে হারেননি কোডি গাকপোরা।
Advertisement