প্রসূন বিশ্বাস: মঙ্গলবার নামধারীর বিরুদ্ধে জিতে আইএফএ শিল্ডের ফাইনালে চলে গিয়েছে ইস্টবেঙ্গল। ১৮ তারিখ শিল্ড ফাইনালের সম্ভাব্য ডার্বি নিয়েও চর্চা চলছে। তার আগে সুখবর চলে এল লাল-হলুদ শিবিরে। বুধবার সকালে ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট চলে এসেছে হিরোশি ইবুসুকির। আইএফএ শিল্ড ফাইনালে সম্ভবত অভিষেক হতে চলেছে জাপানি তারকার।
জাপানি স্ট্রাইকারের আইটিসি চলে আসায় এখন অনেকটাই স্বস্তিতে ইস্টবেঙ্গল। সেপ্টেম্বরের মাঝামাঝি হিরোশিকে সই করিয়েছিল লাল-হলুদ। বেশ কয়েকদিন আগে দলের সঙ্গে যোগও দিয়েছিলেন তিনি। কিন্তু দরকারি কাগজপত্র না আসায় মাঠে নামতে পারেননি। আইএফএ শিল্ডের ইস্টবেঙ্গল-নামধারী ম্যাচ দেখতেও গ্যালারিতে হাজির হয়েছিলেন তিনি।
সব মিলিয়ে ১১০টির বেশি গোল করেছেন ইস্টবেঙ্গলের নয়া সদস্য। বিশ্বের প্রথম সারির লিগে গোল করার রেকর্ড আছে ইবুসুকির। ইবুসুকির গোলের খিদে ইস্টবেঙ্গলকে খুবই সাহায্য করবে বলেই আশা করছে ম্যানেজমেন্ট-সহ সমর্থকরা। উল্লেখ্য, ২০১১ সালে লা লিগার ক্লাব সেভিয়া এফসিতে যোগ দিয়েছিলেন জাপানি তারকা। স্প্যানিশ ক্লাবের হয়ে পরে মাঠেও নামেন তিনি। তবে তিন বছর পরেই ফিরে আসেন জাপানে। নিজের দেশের একাধিক ক্লাবে দাপিয়ে খেলেন। ২০২২ সালে পাড়ি দেন অস্ট্রেলিয়ার ক্লাব ফুটবল খেলতে। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার অবশ্য সিনিয়র জাতীয় দলে খেলেননি কখনও। তাঁর শেষ ক্লাব ছিল অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড। অজি ক্লাবের হয়ে ১৫ ম্যাচে ১০টি গোলও করেছিলেন ৩৪ বছরের এই ফুটবলার।
আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি হওয়ার সম্ভাবনা প্রবল। বুধবারের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জিততে পারলেই ফাইনালে চলে যাবে মোহনবাগান। সেক্ষেত্রে শনিবারের ফাইনালে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান। ফাইনালে হিরোশি খেললে নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের শক্তি বাড়বে বলে মনে করছে ফুটবলমহল।
