সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল দলের। আগামী ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপের বাছাই পর্বের যে ম্যাচ টিম ইন্ডিয়া খেলবে, সেই ম্যাচ এখন কার্যত নিয়মরক্ষার। সেই নিয়মরক্ষার ম্যাচের জন্য ২৩ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করে দিলেন হেডকোচ খালিদ জামিল। ওপার বাংলার বিরুদ্ধে জিততে গুচ্ছ তরুণ মুখের উপর ভরসা রেখেছেন খালিদ।
এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ার আর কোনও সুযোগ নেই ভারতীয় দলের সামনে। তারপরেও কি স্রেফ সম্মান রক্ষার তাগিদে সুনীল-সন্দেশ-গুরপ্রীতদের মতো সিনিয়রদের নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে খালিদ জামিলের ভারতীয় দল? না কি, ভবিষ্যতের দল তৈরির কথা ভেবে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচগুলোর জন্য জুনিয়র দল নিয়ে যাবেন খালিদ জামিল? বিশেষ করে অবসর ভাঙিয়ে ফিরিয়ে এনে গুরুত্বহীন এই বাংলাদেশ ম্যাচেও কি সুনীল ছেত্রীকে খেলাতে হবে? এই প্রশ্ন ঘোরাফেরা করছিল ভারতীয় ফুটবল মহলে। সে প্রশ্নের উত্তর মিলল। কোচ খালিদ জামিল সুনীল ছেত্রীকে ছাড়াই দল ঘোষণা করলেন। তবে গুরপ্রীত এবং সন্দেশের মতো সিনিয়রদের দলে রাখা হয়েছে। সুনীলের না থাকার কারণ কী? শোনা যাচ্ছে, ভারত অধিনায়ক নিজেই আর জাতীয় দলের জার্সিতে খেলতে চান না। সুনীল মনে করছেন, তিনি আর ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ না। ফলে গুরুত্বহীন ম্যাচে জায়গা আটকে রাখার কোনও অর্থ হয় না। যে কোনও দিন তিনি অবসর ঘোষণা করে দিতে পারেন।
এর বাইরে খবর হল, দলে একগুচ্ছ তরুণ মুখ রয়েছেন। বাংলা থেকে সুযোগ পেয়েছেন একমাত্র রহিম আলি। এই রহিম আলিই অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে গোল করেছিলেন। তাৎপর্যপূর্ণভাবে শুভাশিস বসু-সহ মোহনবাগানের সব ফুটবলারই এই দল থেকে বাদ পড়েছেন। খালিদ যে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন, সেই দলের সদস্য মহম্মদ সানান এই মুহূর্তে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলছেন। তিনি পরে দলে যোগ দেবেন।
ভারতের সম্ভাব্য দল:
গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি, সাহিল, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালটে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান, আশিক কুরুনিয়ন, ব্রিসন ফার্নান্দেস, লালরেমটলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুই নিকসন, মহেশ সিং নওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম, ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মহম্মদ সানান, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং।
