shono
Advertisement

Breaking News

East Bengal

আইএসএলের আগে বড় চমক, ইস্টবেঙ্গলে সই করলেন লা লিগায় খেলা জাপানি স্ট্রাইকার!

সবমিলিয়ে ১১০টির বেশি গোল করেছেন ইস্টবেঙ্গলের নয়া সদস্য।
Published By: Anwesha AdhikaryPosted: 11:20 PM Sep 17, 2025Updated: 11:20 PM Sep 17, 2025

শিলাজিৎ সরকার: আইএসএলের আগে নিজেদের দল আরও গুছিয়ে নিল ইস্টবেঙ্গল। বুধবার লাল-হলুদ শিবিরের তরফে জানানো হয়, জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকিকে স্কোয়াডে নেওয়া হচ্ছে চলতি মরশুমের জন্য। উল্লেখ্য, ২০১১ সালে লা লিগার ক্লাব সেভিয়া এফসিতে যোগ দেন। স্প্যানিশ ক্লাবের হয়ে পরে মাঠেও নামেন তিনি। তবে তাঁর শেষ ক্লাব ছিল অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড।

Advertisement

সবমিলিয়ে ১১০টির বেশি গোল করেছেন ইস্টবেঙ্গলের নয়া সদস্য। বুধবার তাঁকে স্বাগত জানিয়ে লাল-হলুদের হেড অফ ফুটবল থাংবোই সিংটো বলেন, "বিশ্বের প্রথম সারির লিগে গোল করার রেকর্ড আছে ইবুসুকির। আমাদের দল গড়তে ইবুসুকির গোলের খিদে খুবই সাহায্য করবে।" জাপানি তারকার ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে ইস্টবেঙ্গলের হেডকোচ অস্কার ব্রুজোর মুখেও। প্রথম দিনেই জয় ইস্টবেঙ্গল ধ্বনি দিয়ে ইবুসুকির ঘোষণা, দেশজ পূর্বসুরিদের মতো তিনিও লাল-হলুদে সাফল্য অর্জন করতে চান।

২০০৯ থেকে ইউরোপের ক্লাবে খেলেছেন ইবুসুকি। ২০১১তে সেভিয়ায় সই করেন। তবে তিন বছর পরেই ফিরে আসেন জাপানে। নিজের দেশের একাধিক ক্লাবে দাপিয়ে খেলেন। ২০২২ সালে পাড়ি দেন অস্ট্রেলিয়ার ক্লাব ফুটবল খেলতে। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার অবশ্য সিনিয়র জাতীয় দলে খেলেননি কখনও। এবার নতুন দলে এসে কতখানি দাগ কাটতে পারবেন ৩৪ বছর বয়সি স্ট্রাইকার, নজর রাখবেন লাল-হলুদ ভক্তরা।

উল্লেখ্য, ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠেও ইস্টবেঙ্গলের স্বপ্নভঙ্গ হয়েছে। আইএসএলে এবার সাফল্য পেতে মরিয়া লাল-হলুদ শিবির। তাই নতুন একঝাঁক তারকাকে ইতিমধ্যেই সই করিয়েছে ইস্টবেঙ্গল। তাঁদের মধ্যে অনেকে লাল-হলুদ ভক্তকুলের নজর কেড়েছেন ডুরান্ডে। আইএসএল শুরুর আগে ইবুসুকিকে সই করিয়ে গোলখরা কাটাতে চাইছে লাল-হলুদ শিবির।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথম দিনেই জয় ইস্টবেঙ্গল ধ্বনি দিয়ে ইবুসুকির ঘোষণা, দেশজ পূর্বসুরিদের মতো তিনিও লাল-হলুদে সাফল্য অর্জন করতে চান।
  • ২০০৯ থেকে ইউরোপের ক্লাবে খেলেছেন ইবুসুকি। ২০১১তে সেভিয়ায় সই করেন।
  • ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠেও ইস্টবেঙ্গলের স্বপ্নভঙ্গ হয়েছে। আইএসএলে এবার সাফল্য পেতে মরিয়া লাল-হলুদ শিবির।
Advertisement