সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচের আসনে 'সবুজতোতা' ব্যারেটো। আর তাঁর দলে ব্রাজিলীয় ফুটবলারের দাপুটে ফুটবল। তাঁর জোড়া গোলের সৌজন্যে পিছিয়ে পড়েও অনবদ্য জয় ছিনিয়ে নিল ব্যারেটোর দল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। দ্বিতীয়ার্ধের আক্রমণাত্মক ফুটবলে এফসি মেদিনীপুরকে উড়িয়ে ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ল তারা।
হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের প্রেসিডেন্ট রাজীব বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, ভবিষ্যতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এমনকী অ্যাকাডেমি তৈরিরও পরিকল্পনা আছে তাঁদের। তাঁদের লক্ষ্য, চ্যাম্পিয়ন হয়ে আইএফএ শিল্ড খেলা। সেই লক্ষ্যেই বেঙ্গল সুপার লিগ খেলতে নামা হাওড়া-হুগলি ওয়ারিয়র্স জয় দিয়ে শুরু করল অভিযান।
মঙ্গলবার হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে শুরুতেই অবশ্য পিছিয়ে পড়েছিল ব্যারেটোর দল। খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই মেদিনীপুরকে এগিয়ে দেন সুদীপ কুমার দাস। এরপর বহু চেষ্টাতেও সমতায় ফিরতে পারেনি হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। বিরতি পর্যন্ত খেলার ফলাফল ছিল এফসি মেদিনীপুরের পক্ষে ১-০।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় হাওড়া-হুগলি। মুহুর্মুহু আক্রমণে ছত্রভঙ্গ হয়ে যায় মেদিনীপুরের রক্ষণ। ৫৫ মিনিটে তারা সমতায় ফেরে ব্রাজিলিয়ান ফুটবলার পাওলো সিজারের গোলে। এর ঠিক ১২ মিনিট পর পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি পাওলো। ব্যবধান বাড়ায় হাওড়া-হুগলি। এরপর মেদিনীপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন কৌস্তভ দত্ত। এই জয়ের পর ৩ পয়েন্ট নিয়ে ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল তারা। গোলপার্থক্যে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উত্তর চব্বিশ পরগনা।
