shono
Advertisement
Lionel Messi

'ও ছিল বলেই মেসি হতে পেরেছি', রোনাল্ডোর সঙ্গে দ্বৈরথ নিয়ে অকপট আর্জেন্টিনীয় মহাতারকা

রোনাল্ডোকে দরাজ সার্টিফিকেট মেসির।
Published By: Prasenjit DuttaPosted: 01:01 PM May 19, 2025Updated: 01:01 PM May 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি। তাঁদের মুখোমুখি হতে দেখার জন্য ভাগ হয়ে যায় ফুটবলবিশ্ব। তাঁদের দ্বৈরথ তারিয়ে তারিয়ে উপভোগ করেন সমর্থকরা। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তাঁরা চিরপ্রতিদ্বন্দ্বী। কে আগে, মেসি না রোনাল্ডো? এই তর্কে ভক্তরাও বিভক্ত। আর এবার স্বয়ং এলএম১০ জানিয়েছেন, রোনাল্ডো ছিলেন বলেই তিনি মেসি হতে পেরেছেন।

Advertisement

রোনাল্ডোকে কৃতিত্ব দিয়ে মেসি বলেন, "আমাদের দ্বৈরথ সব সময়েই জমজমাট ছিল। যা লড়াইয়ের চেয়ে কোনও অংশে কম নয়। মাঠের ভাষায় বললে বলা যায়, এটা খুবই সুন্দর একটা লড়াই। যা একে অপরকে ভালো খেলতে উৎসাহিত করেছে। রোনাল্ডো ছিল বলেই আমি মেসি হতে পেরেছি। ও খুবই লড়াকু মানসিকতার। সব সময় জিততে চায়। আমিও সেই চেষ্টাই করেছি। এটা দু'জনেই উপভোগ করতাম। ফুটবলপ্রেমীদের কাছেও এই সময়টা খুবই উপভোগ্য।"

ব্যালন ডি’অরের শেয়ার করা এক পোস্টে তিনি আরও বলেন, "এত বছর ধরে আমরা যা যা করে এসেছি তা অবশ্যই বড় কৃতিত্বের ব্যাপার। শীর্ষে ওঠা সহজ। কিন্তু শীর্ষস্থান ধরে রাখাটা কঠিন। আমরা কিন্তু বছরের পর বছর ধরে শীর্ষেই ছিলাম। যাঁরা ফুটবল ভালোবাসেন, তাঁদের কাছে তো এটা একটা অসাধারণ স্মৃতি।"

উল্লেখ্য, অতীতে রোনাল্ডোর মুখেও বহুবার মেসির প্রশংসা শোনা গিয়েছে। মেসিকে 'ম্যাজিশিয়ান' উল্লেখ করে ২০২২ বিশ্বকাপের আগে তিনি বলেছিলেন, "ও একজন জাদুকর। কখনও আমাকে অসম্মান করেনি। আমরা দীর্ঘদিন বিশ্ব ফুটবলে রাজত্ব করেছি। যা সত্যিই দারুণ একটা অনুভূতি।" আর এবার মেসির মুখে রোনাল্ডোর গুণগান শোনা গেল। যদিও বিশ্বকাপ ছাড়া তাঁদের দ্বৈরথ দেখার সম্ভাবনা নেই। কারণ মেসি খেলেন ইন্টার মায়ামিতে। অন্যদিকে, রোনাল্ডো আল নাসেরে। তবে, বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তিকে কি আদৌ দেখা যাবে পরের বিশ্বকাপে? সেই ব্যাপারেও কিন্তু কোনও নিশ্চয়তা নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তাঁরা চিরপ্রতিদ্বন্দ্বী।
  • কে আগে, মেসি না রোনাল্ডো? এই তর্কে ভক্তরাও বিভক্ত।
  • আর এবার স্বয়ং এলএম১০ জানিয়েছেন, রোনাল্ডো ছিলেন বলেই তিনি মেসি হতে পেরেছেন।
Advertisement