স্টাফ রিপোর্টার: শিল্ডের প্রথম ম্যাচ খেলে জাতীয় দলে চলে গিয়েছেন মোহনবাগানের দুই নির্ভরযোগ্য ফুটবলার শুভাশিস বসু ও আপুইয়া। বুধবার ইউনাইটেডের বিরুদ্ধে শিল্ডের দ্বিতীয় ম্যাচে এই দুই ফুটবলারকে পাচ্ছে না মোহনবাগান। এমন পরিস্থিতিতে এই দুই ফুটবলারের পরিবর্ত তৈরি রাখছেন মোলিনা।
শুভাশিসের পরিবর্তে অভিষেক টেকচাম সিং ও আপুইয়ার জায়গায় অভিষেক সূর্যবংশীকে খেলানোর পরিকল্পনা রয়েছে তাঁর। শিল্ডের প্রথম ম্যাচে গোকুলাম কেরালার বিরুদ্ধে ৫-১ গোলে জিতে এই মুহূর্তে যথেষ্ট আত্মবিশ্বাসী জেমি ম্যাকলারেনরা। রবসন রবিনহোও ক্রমশ ছন্দে ফিরছেন। অনুশীলনেও নিজেকে উজার করে দিচ্ছেন এই ব্রাজিলিয়ান ফুটবলারটি।
শিল্ডের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস বরাবার বড় দলের কাছে শক্ত গাঁট। প্রথম ম্যাচে তারাও জয় পেয়েছে। এই ম্যাচেও মোলিনার অস্ত্র হতে পারে দুই উইং দিয়ে আক্রমণ। মনবীর আর রবসনকে সেইভাবেই তৈরি রাখা হচ্ছে। ইউনাইটেড স্পোর্টসও শিল্ডে খেলার জন্য তিন বিদেশি ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করেছে। প্রথম ম্যাচে ইউনাইটেডও কেরালাকে হারিয়েছে। তবে তাঁদের গোলপার্থক্য মাত্র ১। অর্থাৎ শিল্ডের দ্বিতীয় ম্যাচে ড্র করতে পারলেই ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যাবেন জেসন কামিংসরা। এদিন সেটপিসের পাশাপাশি, বেশ কিছুক্ষণ মনবীরদের শুটিং প্র্যাকটিস করান মোলিনা।
