shono
Advertisement

Breaking News

India Football Team

অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের মুখোমুখি ভারত, ম্যাচ জিতলে বিরাট আর্থিক পুরস্কার পাবেন সুনীলরা!

কোথায় কখন দেখবেন খেলা?
Published By: Arpan DasPosted: 12:25 PM Jun 10, 2025Updated: 12:25 PM Jun 10, 2025

স্টাফ রিপোর্টার: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচে মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে ভারত। ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ পিছনে থাকা হংকং ম্যাচ জেতার জন্য ভারতীয় ফুটবলারদের জন্য ৫০,০০০ মার্কিন ডলার ইনসেনটিভ ঘোষণা করেছেন ফেডারেশন কর্তারা। যদিও এই ইনসেনটিভ দেওয়ার কথাটা সংবাদমাধ্যমের কাছে ঘোষণা করেননি তাঁরা। এই ছোট্ট একটা ঘটনা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে স্বয়ং দ্বিধায় ফেডারেশন কর্তারাও। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৫৩তম স্থানে থাকা হংকংয়ের বিরুদ্ধেও ইনসেনটিভের কথা বলে উজ্জীবিত করতে হচ্ছে ব্লু টাইগার্সদের।

Advertisement

ফেডারেশনের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন সুনীলরা জিতলে ভারতীয় মুদ্রায় ৪২ লক্ষ টাকা দেওয়া হবে তাঁদের। ইতিমধ্যেই এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে ড্র করেছে ভারত। মঙ্গলবার কাইতাক স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রীরা। তাও আবার প্রতিপক্ষ দলের কোচের সিটে থাকবেন ভারতে কোচিং করিয়ে যাওয়া অ্যাশলে ওয়েস্টউড। যিনি হাতের তালুর মতোন চেনেন সুনীল ছেত্রীদের। এই ম্যাচে নামার আগে থাইল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছেন সুনীলরা। স্বাভাবিকভাবেই হংকংয়ের বিরুদ্ধে নামার আগে যথেষ্টই চাপে ভারত। তার ওপর এই অ্যাওয়ে ম্যাচটি যে স্টেডিয়ামে খেলা হবে সেই কাইতাক স্টেডিয়ামের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। পঞ্চাশ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়াম মঙ্গলবার পূর্ণ থাকবে তা বলাই যায়। অ্যাওয়ে ম্যাচে পঞ্চাশ হাজার দর্শকের সমর্থন নিয়ে মঙ্গলবার মাঠে নামতে চলেছে হংকং। এর আগে ঘরের মাঠে হংকংয়ের ফুটবল ম্যাচে এত দর্শক হয়নি। হংকং এর আগের ম্যাচটা সিঙ্গাপুরের সঙ্গে ড্র করেছে। এই গ্রুপ থেকে শীর্ষে থাকা দল যাবে পরের রাউন্ডে। হংকংয়ের বিরুদ্ধে নামার আগে ভারতের কোচ মানোলো মাকুইজ বলেন, "এবার আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। আগেরবার প্রস্তুতির খুব বেশি সময় পাইনি। এবার তিন সপ্তাহের মতো সময় পাওয়া গিয়েছে। কলকাতা, ব্যাংকক আর হংকংয়ে প্রস্তুতি সেরেছি। এখন ম্যাচে নামার জন্য তৈরি আছি। ফুটবলারদের মধ্যে একাত্মতা ভালোই রয়েছে।"

আজ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে
হংকং বনাম ভারত কাইতাক স্টেডিয়াম
৫.৩০ সরাসরি ফ্যানকোড অ্যাপে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচে মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে ভারত।
  • ফেডারেশনের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন সুনীলরা জিতলে ভারতীয় মুদ্রায় ৪২ লক্ষ টাকা দেওয়া হবে তাঁদের।
  • যদিও এই ইনসেনটিভ দেওয়ার কথাটা সংবাদমাধ্যমের কাছে ঘোষণা করেননি তাঁরা।
Advertisement