shono
Advertisement
Rahul KP

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের হয়ে খেলবেন ভারতের রাহুল কেপি, কোন ম্যাচে?

আইএসএলে তিনি খেলেছেন কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসি'র হয়েও।
Published By: Prasenjit DuttaPosted: 10:48 AM May 24, 2025Updated: 11:13 AM May 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলে উইঙ্গার হিসেবে তাঁর যথেষ্ট সুখ্যাতি রয়েছে। কেরালা ব্লাস্টার্সের হয়ে ছ'বছর চুটিয়ে খেলেছেন রাহুল কেপি। আইএসএলে শেষবার তিনি খেলেছেন ওড়িশা এফসি'তে। ১০টি গোলও রয়েছে তাঁর নামের পাশে। এবার ২৫ বছরের এই ফুটবলারকে খেলতে দেখা যাবে বিদেশের মাটিতে। দক্ষিণী এই ফুটবলার যুক্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে।

Advertisement

নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়ে দেয় ইংলিশ ক্লাবটি। জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে দ্য সকার টুর্নামেন্ট। ১০ লক্ষ ডলার মূল্যের সেভেন সাইডেড (প্রতি দলে সাত জন) এই প্রতিযোগিতায় ওয়েস্ট হ্যামের হয়ে প্রতিনিধিত্ব করবেন রাহুল। উল্লেখ্য, এটি একটি প্রীতি টুর্নামেন্ট। 

ব্লু টাইগার্সের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন ত্রিশূরের এই ফুটবলার। একটা সময় ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলে নিজেকে একজন 'উদীয়মান তারকা' হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। এরপরেই দেশের প্রথমসারির ক্লাবের হয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে। আর এবার তিনি খেলবেন ওয়েস্ট হ্যামের মতো ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্লাবে।

তাঁর ভারতীয় দলে অভিষেক ঘটে ২০২২ সালের সেপ্টেম্বরে, সিঙ্গাপুরের বিরুদ্ধে। ওই বছর এশিয়ান গেমসেও খেলেছিলেন তিনি। চিনের বিপক্ষে গোলও করেছিলেন। টুর্নামেন্ট টিএসটি'র কিংবদন্তি জেমস কলিন্স, রিকার্ডো ভাজ টে এবং মাউরো জারেটদের সঙ্গে যোগ দেবেন। টিএসটি'র পুরো নাম দ্য সকার টুর্নামেন্ট। ৪ জুন, বুধবার কিক অফ হবে দ্য সকারের। আর তার আগে রাহুল কেপি'র ওয়েস্ট হ্যামে অন্তর্ভুক্তির খবরে খুশির হাওয়া ভারতীয় ফুটবলপ্রেমীদের মনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৫ বছরের এই ফুটবলারকে খেলতে দেখা যাবে বিদেশের মাটিতে।
  • দক্ষিণী এই ফুটবলার যুক্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে।
  • নিজেদের অফিশিয়াল সোশাল সাইটে এ কথা জানিয়ে দেয় ইংলিশ ক্লাবটি।
Advertisement