স্টাফ রিপোর্টার : আইএসএলে টানা তিন ম্যাচে অপরাজিত ইস্টবেঙ্গল। তার মধ্যে দু’ম্যাচে জয়। বৃহস্পতিবার সামনে ওড়িশা এফসি। এই ম্যাচে জিততে পারলে জয়ের হ্যাটট্রিক করতে পারবেন অস্কার ব্রুজো।
কিন্তু ওড়িশার বিরুদ্ধে নামার আগে লাল-হলুদ কোচের চিন্তা একঝাঁক ফুটবলারের চোট। সল ক্রেসপো কার্ডের জন্য এই ম্যাচে এমনিতেই নেই। তার উপর তিনি যা চোট পেয়েছেন তাতে আপাতত ধরা হচ্ছে আগামী দু’সপ্তাহ মাঠের বাইরে তিনি। এদিন অনুশীলনেও আসেননি। শুধু ক্রেসপো নন, চোটের আওতায় থাকা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসও এলেন না অনুশীলনে। এখানেই কি শেষ? প্রভাত লাকড়া অনুশীলনে এলেও মাঠে নামলেন না। চোটের তালিকায় নিশু কুমার ও নন্দকুমারের নামও রয়েছে!
বৃহস্পতিবারের ম্যাচে কারা কারা নেই? প্রশ্নের উত্তরে খোলসা করলেন না অস্কার। শুধু বলে গেলেন, চার থেকে পাঁচজন ফুটবলার চোটের তালিকায় রয়েছেন। যদিও এই বিষয় নিয়ে হা হুতাশ করতে চাইছেন না লাল-হলুদ কোচ। বলছেন, “আমি কোনও অজুহাত দিতে চাইছি না। এমন পরিস্থিতিতে ইতিবাচক দিকটাই তুলে ধরতে চাই। যারা সুযোগ পাবে, তাদের প্রমাণ করার ম্যাচ। ভারতীয় ফুটবলারদের নিজেদের মেলে ধরতে হবে। এই ম্যাচে আমরা এক নতুন অধ্যায় লিখতে চলেছি। নিজেদের উপর আস্থা রয়েছে। এই মুহূর্তে আমরা ছন্দে রয়েছি। গত সপ্তাহটা ভালোই গিয়েছে। আশা করি এই সপ্তাহটাও ভালো যাবে আমাদের। টেবিলের আরও উপরে যেতে হবে। তিনটে হোম ম্যাচ আমাদের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ।” তবে ধীরে ধীরে ফিট হচ্ছেন হেক্টর ইউস্তে। শেষ ম্যাচে কার্ড সমস্যার জন্য খেলতে পারেননি লালনুনচুঙ্গা। ওড়িশার বিরুদ্ধে তিনি ফিরছেন।
ওড়িশা এবারের আইএসএলে এখনও পর্যন্ত ২৩টা গোল করেছে। চোটের জন্য রয় কৃষ্ণ ছিটকে গেলেও মুর্তদা ফল, দিয়েগো মরিসিওরা যে কোনও সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা ভালোভাবেই জানেন অস্কার। তবে তিনি অহেতুক চাপ নিতে চান না। এর আগে আলাদিন আজারাইকে আটকে দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বললেন, “নর্থ-ইস্ট ইউনাইটেডও প্রচুর গোল করে আমাদের বিরুদ্ধে নেমেছিল। কিন্তু আমাদের বিরুদ্ধে গোল করতে পারেনি। নিজেদের উপর আমার ভরসা আছে। রক্ষণকে মজবুত করা হয়েছে। এটাই আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। ওড়িশা একটু নীচ থেকে আক্রমণ তৈরি করে। হুগো বুমোস ক্রিয়েটিভ ফুটবলার। মরিসিও আগের থেকেও বেশি ছন্দে রয়েছে। দুই কোচের ট্যাকটিক্যাল লড়াই দেখতে পাবেন।” তিনি কোচ হওয়ার পর প্রত্যেক ম্যাচেই ইস্টবেঙ্গল গোল করছে, মনে করিয়ে দিয়েছেন অস্কার।