স্টাফ রিপোর্টার: ডার্বির পর এবার সামনে হায়দরাবাদ এফসি। প্রথম অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ৩-০ গোলে বিধ্বস্থ হতে হয়েছিল মোহনবাগানকে। দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ হিসাবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামলেও খেলতে হয়েছিল কলকাতাতেই। সেই দিক থেকে তৃতীয় অ্যাওয়ে ম্যাচ খেলতে মঙ্গলবার হায়দরাবাদ উড়ে যাচ্ছেন ম্যাকলারেনরা। সোমবার মোহনবাগানের জন্য ভালো খবর দুই নির্ভরযোগ্য ফুটবলার আপুইয়া আর আশিস রাই পুরো অনুশীলন করেছেন। রবিবারও এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলার চোটের জন্য পুরো অনুশীলন করতে পারেননি। এদিন দলের সঙ্গে পুরো অনুশীলন করায় আশা করা যাচ্ছে দু’জনকেই হায়দরাবাদ নিয়ে যাবেন মোলিনা।
হায়দরাবাদ এফসি গত ম্যাচে কলকাতায় এসে মহামেডানকে চার গোলে হারিয়ে ছন্দে ফিরেছে। অন্যদিকে ডার্বিতে জিতে দারুণ ছন্দে থাকলেও সেই ম্যাচের দশদিন পর হায়দরাবাদ ম্যাচ খেলতে হচ্ছে ম্যাকলারেনরা। মাঝের এই দীর্ঘ বিরতিতে কি ছন্দপতন হতে পারে মোহনবাগানের? মোলিনা যদিও মানছেন না এমনটা। বলছেন, এএফসির জন্য এমন সূচি ছিল। তবে সেই খেলা না হলেও কাজ থামাননি।
লিগ টেবিলের একাদশতম স্থানে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আটচল্লিশ ঘন্টা আগেও প্রতিপক্ষকে সমীহ করছেন। বলছেন, “ওরা শেষ ম্যাচে দারুণ খেলেছে। কখনই প্রতিপক্ষকে হালকাভাবে নিতে চাইছি না। আশা করছি কঠিন ম্যাচই হবে। খাতায়কলমে হয়তো আমরা ফেভারিট। খেলা হবে এগারো জনের বিরুদ্ধে এগারোজনের। আশা করছি কাঙ্ক্ষিত তিন পয়েন্ট তুলে আনতে পারব।” একই সঙ্গে লম্বা লিগের কথা ভেবে এই মুহূর্তেই রোটেশন পদ্ধতিতে যেতে চাইছেন না তিনি। তিন পয়েন্টের উদ্দেশে বুধবার সেরা একাদশই মাঠে নামবে বলে জানিয়েছেন মোহনবাগান কোচ।
আশিস রাই আর আপুইয়া দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেও আশিক কুরুনিয়ান চোটের জন্য এদিনও দলের সঙ্গে অনুশীলন করলেন না। আপাতত আশিস আর আপুইয়া ফিট হয়ে যাওয়ায় বাকি ফুটবলারদের নিয়েও আর চোট জনিত সমস্যা নেই। গত দু ম্যাচে রক্ষণ দারুণ খেলেছে। ক্লিনশিট রেখেছে দল। এটাই যেন আলবার্তো রডরিগেজদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকটা। এই ম্যাচেও তাঁর ছেলেরা ক্লিনশিট রাখার চেষ্টা করবে বলে জানিয়েছেন মোলিনা।