সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএল ফাইনাল (ISL Cup Final) নিয়ে উত্তেজনায় ফুটছে সবুজ-মেরুন ভক্তরা। 'দাদা একটা টিকিট চাই' - এটাই যেন ম্যাচের ট্যাগলাইন। তবে, মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি দুই শিবিরই সিরিয়াস। ফাইনাল জিতলে 'ডবল' ট্রফি পাবে মোলিনার দল। অন্যদিকে, সুনীল ছেত্রীরাও তাল ঠুকছেন। বিনা যুদ্ধে 'সূচ্যগ্র মেদিনী' না দেওয়ার মন্ত্রে যেন নিজেদের তাতাচ্ছে জেরার্ড জারাগোজার দল। খাতায় কলমে দুই শিবিরই লিগের অন্যতম সেরা। আবার দু'দলেরই দুর্বলতা রয়েছে একাধিক।

গোটা মরশুমে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন বাগান ফুটবলাররা। তাদের শক্তি দুই উইং। ডানে মনবীর সিং, বামে লিস্টনের দৌড় বিপক্ষের রক্ষণে ফাটল ধরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাঁদের বাড়ানো সেট-পিসও ফলপ্রসূ ভূমিকা নিয়েছে গোটা মরশুমে। আইএসএল লিগ শিল্ড জেতায় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা মোহনবাগানের অন্যতম শক্তি কিন্তু কোচ মোলিনার তত্ত্বাবধানে দলের মধ্যে ফিলগুড পরিবেশও। অন্যদিকে, সুযোগসন্ধানী কামিন্স এবং ম্যাকলারেন যে কোনও মুহূর্তে বিপক্ষের বক্সে ত্রাস হয়ে উঠতে পারেন। তবে শুধু দুই স্ট্রাইকার নন, দলটার যে কেউ গোল করতে পারেন। রক্ষণভাগে টম-অ্যালবার্তো জুটি গোটা টুর্নামেন্টে সবথেকে কম গোল হজম করেছে। লেফট ব্যাকে অধিনায়ক শুভাশিসের জুড়ি মেলা ভার। দুর্গ অক্ষত রাখতে গোলকিপার বিশাল কাইথও রয়েছেন।
এদিকে গ্রেগ স্টুয়ার্ট ও পেত্রাতোসের অফ ফর্ম মোলিনা ব্রিগেডকে চিন্তায় রাখবে। তাছাড়াও ডানপ্রান্তে আশিস রাইয়ের ভুলে ডিফেন্সে ফাঁক তৈরি হয়ে যাচ্ছে। সুযোগ কাজে লাগিয়ে বিপক্ষ দল আক্রমণ শানিয়ে গোল তুলে নিতে পারে। মনবীর, আশিক কুরুনিয়ানরা চোট থেকে ফিরে এলেও আগের মতো ছন্দে নেই। যদিও শুক্রবার মনবীরকে পুরোদমে অনুশীলন করতে দেখা গিয়েছে। তিনি প্রথম থেকে নামলে মোহনবাগানেরই লাভ।
বেঙ্গালুরুর মূল ভরসা সুনীল, মেন্ডেজ, উইলিয়ামের ত্রিফলা। তিন ফুটবলারই গোলটা ভালো চেনেন। একক দক্ষতায় গোল দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁদের। তাই সবুজ-মেরুন ডিফেন্সকে সতর্ক থাকতে হবে সবসময়। দলে রয়েছে পেরেরা দিয়াজের মতো ফুটবলার। গত ফাইনালেও তিনি গোল করেছিলেন। তখন অবশ্য তিনি মুম্বই এফসি'তে ছিলেন। ফাইনালে বেঙ্গালুরুর জার্সিতে গোল করলে পরপর দু'টি আইএসএল ফাইনালে দুই ভিন্ন দলের হয়ে গোল করার অনন্য নজির গড়ার হাতছানি তাঁর সামনে। তাছাড়াও পিছন থেকে আক্রমণ তৈরির ক্ষেত্রে রাহুল ভেকের মতো ফুটবলার রয়েছেন। তবে তাঁরও নাকি চোট। তিনি ফাইনাল (ISL Cup Final) খেলতে না পারলে বেঙ্গালুরুর ক্ষতি। বেঙ্গালুরুর সবচেয়ে বেশি মাথাব্যথার কারণ ডিফেন্স। গোটা প্রতিযোগিতায় ধারাবাহিকতাহীনতায় ভুগেছে এই রক্ষণভাগ। তার উপর আবার সেট-পিস থেকে গোল হজম করার প্রবণতা রয়েছে। দলের অন্যতম ভরসা সুরেশ সিংয়ের হ্যামস্ট্রিং চোটও চিন্তায় রাখবে জারাগোজাকে। তাঁদের নামতে হবে হাজার হাজার সবুজ-মেরুন সমর্থকের শব্দব্রহ্মের সামনে। সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল মহল।