সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ ফ্রান্সিস। তাঁর মৃত্যর খবর জানিয়েছে ভ্যাটিকান। পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকাহত গোটা বিশ্ব। যে কারণে বাতিল করা হল ইটালির সিরি এ লিগের চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ।
ইটালির লিগে এদিন ম্যাচ ছিল টোরিনো বনাম উদিনেসের, ক্যাগলিয়ারি বনাম ফ্লোরেন্টিনার, জেনোয়া বনাম লাজিও এবং পারমা বনাম জুভেন্টাসের। এমনিতে ইস্টারের পরের সোমবার ইটালিতে ছুটির দিন। কিন্তু ব্যস্ত সূচির কারণে, এই দিনও ম্যাচ রাখতে হয়েছিল। যদিও সেটাও এবার বদলাতে হবে। ইটালির ফুটবল ফেডারেশনের তরফ থেকে সেটা জানানো হয়েছে।
শুধু সিরি এ-র ম্যাচ নয়, পেশাদার ও অপেশাদার পর্যায়ের সমস্ত ম্যাচ এবং যুব লিগের সব ম্যাচও বাতিল করা হয়েছে। কবে সেই ম্যাচগুলো হবে, সেটা দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইটালির ফুটবল ফেডারেশন। তবে তাতে সমস্যা রয়েছে। সিরি এ লিগ টেবিলের যা অবস্থা, তাতে এই ম্যাচগুলি বাতিল হলে চ্যাম্পিয়ন হওয়া বা অবনমনে খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু পরের মাসেই ফ্লোরেটিনার কনফারেন্স লিগের ম্যাচ রয়েছে। তাছাড়া ব্যস্ত সূচির জন্য পরবর্তী ম্যাচগুলি কীভাবে সময় বের করা হবে, সেটাও একটা প্রশ্ন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৮৮ বছর বয়সি পোপ। অসুস্থতার কারণে গুড ফ্রাইডের উপাসনা বা ইস্টারের বিশেষ উপাসনা- কোনও কিছুতেই উপস্থিত থাকতে পারেননি পোপ। কিন্তু রবিবার অসুস্থতা সত্ত্বেও সকলকে চমকে দিয়ে ইস্টারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ফুটবলের প্রতি তাঁর আগ্রহও ছিল সুবিদিত। আর্জেন্টিনার ফুটবল ক্লাব সান লরেঞ্জোকে ছোটবেলা থেকে সমর্থন করতেন।
