shono
Advertisement
Bengal Super League

জমজমাট বেঙ্গল সুপার লিগ, টানটান ম্যাচে জয়ী হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

লিগ টেবিলে কে কোথায়?
Published By: Subhajit MandalPosted: 09:03 AM Dec 26, 2025Updated: 01:19 PM Dec 26, 2025

স্টাফ রিপোর্টার: ক্রমশ জমে উঠছে বেঙ্গল সুপার লিগ। বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স ও নর্থ চব্বিশ পরগনা এফসি। উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে জয় পেল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স।

Advertisement

ফুটবল গোলের খেলা। এই ম্যাচে পাঁচ-পাঁচটি গোল উপভোগ করলেন সমর্থকরা। ম্যাচের ২৭ মিনিটে সাহিল হরিজনের গোলে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স এগিয়ে গেলেও সেই গোল খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্যারেটোর ছেলেরা। ম্যাচের ৩৩ মিনিটে নর্থ চব্বিশ পরগনার কুইনটানা ওর্তুজার সেই গোল শোধ করে দেন। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কাঙ্গা উইলিয়ামের গোলে ফের এগিয়ে যায় হাওড়া-হুগলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই গোল শোধ করেন অঙ্কন ভট্টাচার্য। কিন্তু ম্যাচের সংযুক্ত সময়ে জয়সূচক গোলটি করেন হাওড়া-হুগলির পাউলো সিজার। ম্যাচের সেরাও হয়েছেন তিনিই।

ম্যাচ শুরুর আগে লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে ছিল এই দুই দল। তাঁদের মধ্যে ভালো লড়াই হবে সেটাই প্রত্যাশিত ছিল। হলও তাই। এই জয়ের সুবাদে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স লিগ টেবলের তৃতীয় স্থানে রইল। চার ম্যাচে তিনটে জয়ের পাশাপাশি একটা হারের সুবাদে তাদের সংগ্রহ নয় পয়েন্ট। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নর্থ চব্বিশ পরগনা এফসি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রমশ জমে উঠছে বেঙ্গল সুপার লিগ।
  • বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স ও নর্থ চব্বিশ পরগনা এফসি।
  • উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে জয় পেল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স।
Advertisement