shono
Advertisement
Lionel Messi

'একেবারেই ভিড়ভাট্টা পছন্দ করি না', ভারত সফর থেকে ফিরে বিস্ফোরক মেসি!

অবসরের পর কেন কোচিং করাতে চান না আর্জেন্তিনীয় কিংবদন্তি?
Published By: Arpan DasPosted: 11:16 AM Jan 07, 2026Updated: 03:46 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমগ্র ফুটবলবিশ্ব তাঁর পায়ের জাদুতে মোহিত। তাঁকে একবার দেখার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পিছপা হন না ভক্তরা। সেই লিওনেল মেসি মানুষ হিসেবে ঠিক কেমন? অবসরের পর কী পরিকল্পনা? সম্প্রতি আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমে অকপট আর্জেন্তিনীয় কিংবদন্তি। সেই সঙ্গে জানিয়েছেন, ভিড়ভাট্টা একেবারেই পছন্দ করেন না। সম্প্রতি ভারত সফরে এসে যুবভারতীতে এই হট্টগোলের মধ্যেই পড়তে হয়েছিল মেসিকে। 

Advertisement

আসলে নিজেকে 'অদ্ভুত' বলেই দাবি করছেন মেসি। নিজের জীবনযাত্রা রুটিনমাফিক রাখতেই পছন্দ করেন তিনি। আর সেটা একটু এদিক-ওদিক হলেই 'বিরক্ত' হন। ইন্টার মায়ামি অধিনায়ক বলছেন, "আমি খুব অদ্ভুত ধরনের। একা থাকতে ভালোবাসি। বাড়িতে তিন ছেলে সব সময় ঝামেলা করে। সব লণ্ডভণ্ড করে রাখে। তাতে আমার অস্বস্তিই হয়। আমি সব সময় শান্তিতে থাকতে চাই।" যুবভারতীতে এসে সেই 'শান্তি'টা পাননি। প্রবল ভিড়ের চাপে ২০ মিনিটের মাথায় যুবভারতী ত্যাগ করেন। তারপর স্টেডিয়াম ভাঙচুর করেন ক্ষুব্ধ ভক্তরা।

নিয়মের বাইরে কিছু ঘটে গেলে সমস্যায় পড়েন তিনি। আর কোন জিনিসটায় মেসি সবচেয়ে বেশি বিরক্ত হন? আটবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার হাসতে হাসতে বলছেন, সেটা তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো বলতে পারবেন।

পাশাপাশি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মুখ খুলেছেন তিনি। এবছর ফুটবল বিশ্বকাপ। হয়তো তারপর আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দিতে পারেন। ৩৮ বছর বয়সি ফুটবলার যে কেরিয়ার সায়াহ্নে, সেটা অস্বীকার করার উপায় নেই। এরপর কি কোচিং করাবেন? না, সেরকম পরিকল্পনা নেই। বরং তাঁর বক্তব্য, "আমি ক্লাবের মালিক হতে চাই। যেখানে নতুন প্লেয়াররা উঠে আসবে। আমি নিজেকে কোচ হিসেবে দেখতে চাই না।" ইতিমধ্যেই সতীর্থ লুইস সুয়ারেজের উরুগুয়ের চতুর্থ ডিভিশনের ক্লাব ডেপোর্টিভো এলএসএম চালান তিনি।

আর একটা বিষয়ে প্রবল আপত্তি মেসির। সেটা হল আর্টিফিশেয়াল ইন্টেলিজেন্স। চ্যাটজিপিটির মতো প্রযুক্তির সঙ্গে একেবারেই বনিবনা নেই তাঁর। একই ভাবে সোশাল মিডিয়াতেও খুব একটা স্বচ্ছন্দ নন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সমগ্র ফুটবলবিশ্ব তাঁর পায়ের জাদুতে মোহিত।
  • তাঁকে একবার দেখার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পিছপা হন না ভক্তরা।
  • মেসি জানালেন, এআই ব্যবহারে তাঁর প্রবল আপত্তি।
Advertisement