সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন নেইমার? সাম্প্রতিক অতীতে একের পর এক চোট পেলেও এখনই আশা হারাচ্ছেন না ব্রাজিলীয় তারকা। বিশ্বকাপে চোখ রেখেই ছোটবেলার ক্লাব স্যান্টোসের সঙ্গে এক বছরের চুক্তিতে সই করেছেন তিনি।
চলতি বছরের শেষ পর্যন্ত স্যান্তোসেই থাকবেন ৩৩ বছর বয়সি ফুটবলার। ব্রাজিলের ক্লাব এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। গত বছর তিনি স্যান্টোসে ফিরেছিলেন। ব্রাজিলের শীর্ষ লিগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। অন্যদিকে, শেষ ৫ ম্যাচে ৫ গোল করে দ্যুতি ছড়িয়েছেন মাঠে। এর মধ্যে ছিল একটি হ্যাটট্রিক।
সোশাল মিডিয়ায় স্যান্টোস যে ভিডিও পোস্ট করেছে, সেখানে নেইমার বলেন, "গত বছর আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল। অনেক আনন্দের মুহূর্তও ছিল। একই সঙ্গে অনেক বাধাও পেরিয়েছি। সব কিছু সম্ভব হয়েছে সমর্থকদের ভালোবাসায়। স্যান্টোস আমার জায়গা। মনে হয় নিজেরই বাড়িতে আছি। এখনও যা অধরা, সেগুলো আমি তোমাদের নিয়ে অর্জন করতে চাই।" উল্লেখ্য, গত মাসে টানা তিন ম্যাচ চোট নিয়ে মাঠে নেমেছিলেন নেইমার। লক্ষ্য ছিল দলকে ব্রাজিলিয়ান লিগ সেরি ‘এ’-তে টিকিয়ে রাখা। সেই লক্ষ্যে সফল হওয়ার পর ম্যাচের শেষে ব্রাজিলিয়ান তারকা জানিয়ে দেন তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে। সেই মতো গত মাসে হাঁটুতে অস্ত্রোপচারও করান।
২০২৩ সাল থেকে পেশির চোটে ভুগছেন নেইমার। গত জানুয়ারিতে স্যান্টোসে যোগ দেওয়ার পরও চোট মুক্ত হতে পারেননি। ক্লাবের অবনমন বাঁচাতে চোট নিয়েই মাঠে নেমে পড়েছিলেন তিনি। ইতিমধ্যেই স্যান্টোসের হয়ে ১৫০টি ম্যাচ খেলার বিরল নজির তৈরি করেন নেইমার। ম্যাচের শুরুতে তাঁর হাতে বিশেষ স্মারকও তুলে দেওয়া হয়। অস্ত্রোপচার করলে ফিট হয়ে ম্যাচে ফেরাটা বেশ কঠিন নেইমারের পক্ষে। অন্তত বিশ্বকাপের আগে সেটা অসম্ভব মনে হচ্ছে। যদিও নেইমার যে হাল ছাড়ছেন না, তা তাঁর কথা থেকেই স্পষ্ট। সমস্ত কিছুর কেন্দ্রে একটাই লক্ষ্য, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে মাঠে নামা। উল্লেখ্য, বহুদিন ধরেই ব্রাজিল দলের বাইরে নেইমার। ব্রাজিলের হয়ে শেষবার খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে।
