সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের কাছে হেরে সমালোচনায় ভেসে যাচ্ছে ভারতীয় দল। কিন্তু এই হার নিয়ে কখনই ভাগ্যের দোষারোপ দিচ্ছেন না ভারতের কোচ খালিদ জামিল। বরং নিজেরা ভালো খেলতে পারেননি বলেই মঙ্গলবার ঢাকা স্টেডিয়ামে মোরসালিনদের কাছে হারতে হয়েছে বলে মনে করছেন ভারতের কোচ।
ভারতীয় দলের মূল সমস্যা গোল না করতে পারা। তার ওপর রায়ান উইলিয়ামসকে দলের সঙ্গে বাংলাদেশকে নিয়ে গিয়েও টেকনিক্যাল কারণে মাঠে নামাতে পারেনি ভারত। বাংলাদেশের বিরুদ্ধে হেরে হতাশ খালিদ বলছেন, "এটা খুবই খারাপ ফল আমাদের জন্য। তবে দুর্ভাগ্য নয়। এটাই ফুটবল। কঠোর পরিশ্রম করলে আপনিও তিন পয়েন্ট পাবেন। আমাদের আরও পরিশ্রম করতে হত এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে আসার জন্য।”
তবে হামজা চৌধুরি নয়, প্রতিপক্ষ দলের কাছে হেরেছে বলে মনে করছেন তিনি। খালিদ আরও যোগ করেন, "শুধু হামজা নয়, ওদের সব ফুটবলাররাই ভালো খেলেছে।” এই ম্যাচে সব ফুটবলারকে পাননি খালিদ। তবু ম্যাচের শুরুটা খালিদ জামিলের টিম ইন্ডিয়া ঝকঝকেই করে। শুরুর দিকে সুযোগও আসছিল। কিন্তু ১২ মিনিটে খানিকটা খেলার গতির বিপরীতে গিয়েই প্রথম গোলটি করে বাংলাদেশকে এগিয়ে দেন মোরসালিন।
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের পারফরম্যান্স হতশ্রী। যোগ্যতা অর্জন পর্বের পাঁচটি ম্যাচের একটিও জিততে পারেনি ভারত। নামতে নামতে ফিফার ক্রমতালিকায় ১৪২-এ চলে গিয়েছেন আনোয়ার আলিরা। ১৪ অক্টোবর সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে হেরে ভারত এশিয়ান কাপের বাছাইপর্বের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ভারত। নিয়মরক্ষার ম্যাচেও বাংলাদেশের কাছে হারতে হয়েছে দলকে।
