shono
Advertisement
Kylian Mbappe

ক্লাব বিশ্বকাপ সেমির আগে পিএসজি'র বিরুদ্ধে মামলা প্রত্যাহার এমবাপের, নেপথ্যে কোন কারণ?

মানসিক হেনস্তার অভিযোগ তুলে পিএসজি'র বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন রিয়াল তারকা।
Published By: Arpan DasPosted: 05:20 PM Jul 08, 2025Updated: 05:20 PM Jul 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজি'র বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ম্যাচ। পুরনো ক্লাবের মুখোমুখি হবে কিলিয়ান এমবাপে। ফ্রান্সের ক্লাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আদালতে পর্যন্ত গিয়েছিলেন রিয়াল তারকা। কিন্তু আচমকাই সব মামলা তুলে নিলেন। নেপথ্যে কোন কারণ?

Advertisement

ফরাসি তারকার সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ যে অসদাচরণ করেছে তা এর আগেই সর্বসমক্ষে জানিয়েছিলেন ফরাসি তারকা। ফাঁস করেন ভিতরের কথা। এমবাপের আইনজীবী জানিয়েছিলেন, পিএসজি তাঁকে মূল দলের বাইরে পাঠিয়ে অপমান করেছিল। সাধারণত পারফরম্যান্সের অভাব বা শৃঙ্খলাভঙ্গের কারণে এভাবে কোনও প্লেয়ারকে বাইরে পাঠানো হয়। সেটা যেহেতু তিনি করেননি, তাহলে তাঁকে দলের বাইরে পাঠিয়ে কেন মানসিকভাবে হেনস্থা করা হল? ২০২৩ সালের এশিয়া সফরেও একই ঘটনা ঘটেছিল। সম্প্রতি মানসিকভাবে হেনস্থা করার অভিযোগে পিএসজি'র বিরুদ্ধে মামলা করেছিলেন এমবাপে।

এবার সব মামলা তুলে নিলেন তিনি। এমবাপের আইনজীবী জানিয়েছেন, "আমরা সমস্ত অভিযোগ তুলে নিচ্ছি।" তবে পিএসজি’র থেকে এখনও তিনি ৫৫ মিলিয়ন ইউরো অর্থাৎ সাড়ে পাঁচশো কোটি টাকা পান, সেই মামলাটি এখনও চলছে। জানা যাচ্ছে, তিনি আপাতত মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে ভাবতে চান না। বরং পুরোপুরি ফুটবল সংক্রান্ত বিষয়েই মনোনিবেশ করতে চান। আর সেখানে সামনেই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পুরনো দল পিএসজি।

তবে ফ্রান্সের ক্লাবও ক্লাব বিশ্বকাপ নিয়ে রীতিমতো 'হুমকি' দিয়ে রাখছে। ক্লাবের প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি পরিষ্কার জানিয়েছেন, "রিয়াল মাদ্রিদ ও এমবাপে নিয়ে একটা কথাই বলতে পারি, আমরা আগে কোয়ার্টার ফাইনাল জিতব, তারপর বাকি কথা হবে।" অবশেষে সেই বহুপ্রতীক্ষিত সেমিফাইনাল। এমবাপের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে জিততে মরিয়া তিনি। উল্লেখ্য, ২০১৭ সালে পিএসজি’তে আসেন এমবাপে। সাত বছরে করেছেন রেকর্ড ২৫৬ গোল। একাধিকবার লিগ ১ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। ঘটনাচক্রে এমবাপে ছাড়ার পরই এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতে ফ্রান্সের ক্লাব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামনেই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজি'র বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ম্যাচ।
  • পুরনো ক্লাবের মুখোমুখি হবে কিলিয়ান এমবাপে।
  • ফ্রান্সের ক্লাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আদালতে পর্যন্ত গিয়েছিলেন রিয়াল তারকা।
Advertisement