shono
Advertisement
Lionel Messi

উড়ন্ত মেসির দুরন্ত গোল! মায়ামিকে জিতিয়ে ৯০০ থেকে আর মাত্র ৯ গোল দূরে মহাতারকা

আমেরিকার লিগে সর্বকালের নজিরও গড়লেন মেসি।
Published By: Arpan DasPosted: 10:59 AM Oct 25, 2025Updated: 11:39 AM Oct 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন আগেই ইন্টার মায়ামির সঙ্গে তিনবছরের দীর্ঘচুক্তি করেছেন। পরদিনই বুঝিয়ে দিলেন এখনও কতটা আগুন রয়েছে তাঁর মধ্যে। জোড়া গোল করে দলকে জেতালেন। কিছুটা স্বভাববিরুদ্ধে ভাবে শূন্যে শরীর ছুঁড়ে হেডে গোল করলেন লিওনেল মেসি। সেই সঙ্গে মেজর লিগ সকারের সর্বকালের রেকর্ডও নিজের নামে করে ফেললেন আর্জেন্তিনীয় কিংবদন্তি। কেরিয়ারে ৯০০ গোল থেকে আর মাত্র ৯ গোল দূরে মেসি। 

Advertisement

আমেরিকার মেজর লিগ সকারের লিগ পর্বের ম্যাচে তৃতীয় স্থানে শেষ করেছিল মায়ামি। প্লে অফে তাদের প্রতিপক্ষ ছিল ন্যাশভিলে। উভয় দলের তিনটি ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে কনফারেন্সের সেমিফাইনালে কে খেলবে? গতবার এই রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল মায়ামি। এবার ন্যাশভিলেকে ৩-১ গোলে হারিয়ে এগিয়ে রইল জাভিয়ের মাসচেরানোর দল। যার নেপথ্যে মেসির ম্যাজিক।

ঘরের মাঠে ১৯ মিনিটে দলকে এগিয়ে দেন ৩৮ বছর বয়সি মহাতারকা। সাধারণত তাঁকে হেডে গোল দিতে দেখা যায় না। তবে লুইস সুয়ারেজের ভাসানো বল যখন বক্সের এসে পড়ছে, তখন মেসির চারদিকে কোনও ডিফেন্ডার ছিলেন না। সেই সুযোগ শূন্যে শরীর ছুঁড়ে বল জালে জড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধে মায়ামিকে এগিয়ে দেন তাদেও আয়েন্দে। ৯৬ মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার ও গোলকিপারের ভুল বোঝাবুঝির সুযোগে ফাঁকা গোলে বল ঠেলে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি। এই নিয়ে মেসির গোল সংখ্যা দাঁড়াল ৮৯১। যেখানে হেডে গোল মাত্র ২৯টি। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে ন্যাশভিলের হানি মুখতার একটি গোল শোধ করেন।

এই ক্যালেন্ডার বর্ষে মেজর সকার লিগে মেসির গোল সংখ্যা দাঁড়াল ৩৯। এর আগে ৩৮ গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা। সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি। অন্যদিকে এই মরশুমে গোল ৩১টি। যার মধ্যে লিগে ২৮ ম্যাচে ২৯টি গোল করে গোল্ডেন বুটও পেয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একদিন আগেই ইন্টার মায়ামির সঙ্গে তিনবছরের দীর্ঘচুক্তি করেছেন।
  • পরদিনই বুঝিয়ে দিলেন এখনও কতটা আগুন রয়েছে তাঁর মধ্যে। জোড়া গোল করে দলকে জেতালেন।
  • কিছুটা স্বভাববিরুদ্ধে ভাবে শূন্যে শরীর ছুঁড়ে হেডে গোলও করলেন লিওনেল মেসি।
Advertisement