shono
Advertisement
Lionel Messi

গলায় রুদ্রাক্ষ, বনতারায় শিবের মাথায় জল ঢেলে মেসি বললেন 'হর হর মহাদেব'

আচমকাই সফরসূচি বদলে বনতারায় গিয়েছিলেন মেসি।
Published By: Anwesha AdhikaryPosted: 08:54 PM Dec 17, 2025Updated: 09:12 PM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি সফরসূচি দীর্ঘ করে তাঁকে বনতারায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেজন্য মোটা অঙ্কের গাঁটের কড়িও খরচ করতে হয়েছে আম্বানিদের। তবে অনন্ত আম্বানিদের চিড়িয়াখানায় একেবারে ধার্মিক অবতারে ধরা দিলেন লিওনেল মেসি। গলায় রুদ্রাক্ষের মালা পরে তিনি শিবের অভিষেক করলেন। সকলের সঙ্গে গলা মিলিয়ে বললেন হর হর মহাদেব। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। 

Advertisement

কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি সফরের পর দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকে নিয়ে জামনগরে যান মেসি। সেখানে আম্বানি পরিবারের সদস্যরা মেসি ও তাঁর সতীর্থদের পারিবারিক অতিথির মতোই আপ্যায়ন করেছেন বলে খবর। বনতারার ভিতরে যে মন্দির আছে, সেখানে নিয়ে যাওয়া হয় মেসিদের। হিন্দু রীতি মেনে পুজোও দেন আর্জেন্টিনার মহাতারকা। সঙ্গে ছিলেন দুই সতীর্থ সুয়ারেজ এবং ডি’পল। গলায় রুদ্রাক্ষের মালা পরে মন্দিরে মাথা ঝুঁকিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে মেসিকে।

আর্জেন্টাইন মহাতারকা দেশ ছাড়ার পরে প্রকাশ্যে এসেছে বনতারার শিবমন্দিরে মেসির আরাধনার নানা দৃশ্য। গলায় রুদ্রাক্ষ পরে মেসি প্রবেশ করেন শিবমন্দিরে। ভক্তিভরে চোখ বন্ধ করেন ধ্যানে মগ্ন মেসি-সুয়ারেজ, সেই ছবিও প্রকাশ্যে এসেছে। অনন্ত আম্বানির পাশে দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢালেন বিশ্বকাপজয়ী মহাতারকা। শিবলিঙ্গে দুধ ঢেলে, ফুল-বেলপাতা অর্পণ করে অভিষেক করেন। সবশেষে উপস্থিত প্রত্যেকের সঙ্গে গলা মিলিয়ে বলেন, হর হর মহাদেব।

জানা গিয়েছে মেসিদের পুরো চিড়িয়াখানা ঘুরিয়ে দেখিয়েছেন অনন্ত আম্বানি। বিভিন্ন জীবজন্তুর সঙ্গে ফুটবল রাজপুত্রর পরিচয়ও করিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, মেসির সম্মানে অনন্ত আম্বানি এবং রাধিকা আম্বানি বনতারার একটি সিংহশাবকের নাম রেখেছেন ‘লিওনেল।’ এমনিতে প্রায় ৩০০০ একর বিস্তৃত বনতারায় ৪৩ প্রজাতির ২০০০ প্রাণী রয়েছে। এশিয়ার বিরল সিংহ, তুষারচিতা, একশৃঙ্গ গণ্ডার-সহ একাধিক বিরলতম প্রাণীর বাসস্থান এই চিড়িয়াখানা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লি সফরের পর দুই সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকে নিয়ে জামনগরে যান মেসি।
  • গলায় রুদ্রাক্ষ পরে মেসি প্রবেশ করেন শিবমন্দিরে। ভক্তিভরে চোখ বন্ধ করেন ধ্যানে মগ্ন মেসি-সুয়ারেজ, সেই ছবিও প্রকাশ্যে এসেছে।
  • মেসিদের পুরো চিড়িয়াখানা ঘুরিয়ে দেখিয়েছেন অনন্ত আম্বানি। বিভিন্ন জীবজন্তুর সঙ্গে ফুটবল রাজপুত্রর পরিচয়ও করিয়ে দিয়েছেন তিনি।
Advertisement