shono
Advertisement
Lionel Messi

বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর হাতে ১০ লক্ষ টাকা অনুদান তুলে দেবেন মেসি

১৩ ডিসেম্বর কলকাতায় এসে সাক্ষাৎ হওয়ার কথা মমতা-মেসির।
Published By: Prasenjit DuttaPosted: 04:09 PM Oct 16, 2025Updated: 04:15 PM Oct 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোদ্দো বছর আগে যুবভারতী স্টেডিয়াম সাক্ষী থেকেছিল মেসি-মায়ার। ফের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা যেতে চলেছে লিওলেন মেসিকে। আর তা নিয়ে এখন থেকেই উন্মাদনা দর্শকদের মনে। মেসিকে সংবর্ধনা দিতে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে শোনা যাচ্ছে, বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য রাজ্য সরকারের ত্রাণ তহবিলে মুখ্যমন্ত্রীর হাতে লক্ষাধিক টাকার অনুদান তুলে দেবেন মেসি স্বয়ং।

Advertisement

প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছে উত্তরবঙ্গ। সেখানে যেভাবে প্রাণহানি, পরিকাঠামো ধ্বংস এবং মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে, তা দুর্ভাগ্যজনক। ত্রাণ ও পুনর্বাসনের কাজে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অক্লান্তভাবে পরিদর্শন করছেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি। রাজ্য ত্রাণ তহবিলে নিজে ৫ লক্ষ টাকা দান করেছেন। এবার জানা গেল, আর্জেন্টাইন মহাতারকা মুখ্যমন্ত্রীর হাতে ১০ লক্ষ টাকা তুলে দেবেন। জানা গিয়েছে, মেসির ভারত সফরে যে টাকা উঠবে সেখান থেকেই এক স্পনসর মারফত সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে সেই অর্থ তুলে দেবেন তিনি। 

কলকাতায় মেসি আসা নিয়ে পারদ চড়ছে এখন থেকে। দেশের জার্সিতে অধিনায়কত্বের সূচনাটা সেদিন ভারতীয় ফুটবলের রাজধানীতে করেছিলেন মেসি। অবশ্য তখনও বিশ্ব ফুটবলের অবিসংবাদিত মহানায়ক হয়ে ওঠেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। কয়েকটা ব্যালন ডি’অর জিতলেও সর্বকালের সেরার তালিকায় শীর্ষস্থানীয় হননি মেসি। ১৪ বছর পর ফের সেই যুবভারতীতে ফিরতে চলেছেন লিওনেল মেসি। এবার বিশ্বজয়ী হিসাবে, সর্বকালের অন্যতম সেরা হিসাবে। তবে এবার ম্যাচ খেলবেন না মেসি, যোগ দেবেন ‘গোট কনসার্টে’। যে কনসার্ট আয়োজন করা হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার সম্মানে। সম্ভবত সেখানেই রাজ্য সরকারের ত্রাণ তহবিলে টাকা তুলে দেওয়ার কথা মেসির। 

উল্লেখ্য, কলকাতা থেকে মেসি যাবেন মুম্বই, আহমেদাবাদ, দিল্লিতেও। ১৩ ডিসেম্বর, কলকাতার যুবভারতীতে মেসি দর্শনকে কেন্দ্র করে যে মঞ্চ ভাবা হয়েছে, তাতে উপস্থিত থাকবেন অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মঞ্চ ভাগ করে নিতে পারেন অমিতাভ বচ্চন। সেভাবে বলতে গেলে এবারে যে মেসির ভারত দর্শন, তাতে ১৩ ডিসেম্বর কলকাতাতেই মেসির প্রথম পা রাখা হবে। আর তাই কলকাতার অনুষ্ঠানটিকে জাঁকজমক করতে চাইছেন সংগঠকরা। সেখানে মেসি রাজ্য সরকারের ত্রাণ তহবিলে টাকা তুলে দিলে তা অন্য মাত্রা পাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোদ্দ বছর আগে যুবভারতী স্টেডিয়াম সাক্ষী থেকেছিল মেসি-মায়ার।
  • ফের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা যেতে চলেছে লিওলেন মেসিকে।
  • বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য রাজ্য সরকারের ত্রাণ তহবিলে মুখ্যমন্ত্রীর হাতে লক্ষাধিক টাকার অনুদান তুলে দেবেন মেসি স্বয়ং।
Advertisement