সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকা (Copa America 2024) চ্যাম্পিয়ন হওয়ার পর নতুন বিতর্কে আর্জেন্টিনা দল। সমস্ত বিতর্কের কেন্দ্রে আর্জেন্টিনার ফুটবলার এনজো ফার্নান্ডেজ। তাঁর পোস্ট করা একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ছড়িয়ে পড়ে বিতর্ক।
দাবানলের মতো বিতর্ক ছড়িয়ে পড়ায় ক্ষমাও চেয়ে নেন এনজো ফার্নান্ডেজ। জয়ের উন্মাদনায় তিনি নিজেকে সামলাতে পারেননি বলে জানিয়েছেন। এর পরেও কিন্তু সেই বিতর্কের আগুন নিভছে না।
[আরও পড়ুন: ঘরের মাঠে সুপারহিট ইস্টবেঙ্গল, পুলিশকে ৬ গোলের মালা পরাল লাল-হলুদ]
এবার এনজো ফার্নান্দেজের সতীর্থ দি পল যা বললেন, তাতে বিতর্ক অন্য মাত্রা পেয়েছে। দি পল জানান, কোপা জয়ের পরে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি সতীর্থদের শান্ত থাকতে বলেছিলেন। বর্ণবিদ্বেষমূলক মন্তব্য যেন কেউ না করেন, সেই মর্মেও সবাইকে সতর্ক করে দিয়েছিলেন।
কিন্তু মেসির কথা শোনেননি তাঁর সতীর্থরা। কোপা জয়ের পরে স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার বাসে আর্জেন্টিনার ফুটবলারদের উৎসবের ভিডিও নিয়েই দানা বাঁধে বিতর্ক। উচ্ছ্বাসের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন এনজো ফার্নান্ডেজ। তা নিয়েই তোলপাড়। মেসি নিজে শামিল হননি সেই সেলিব্রেশনে।
দি পল বলেন, ''মেসি বলেছিল চ্যাম্পিয়ন দলকে কোনও না কোনও বিতর্কের মুখে পড়তে হয়। তাঁর সবটাই জানা। সেই কারণেই মেসি নিষেধ করেছিল কটাক্ষ না করতে।''