shono
Advertisement

Breaking News

Lionel Messi

মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিকে জয়ে ফিরেও হল না শেষরক্ষা, সাপোটার্স শিল্ড হাতছাড়া মায়ামির

গতবার এই ট্রফি জিতেছিল ইন্টার মায়ামি।
Published By: Arpan DasPosted: 03:11 PM Oct 05, 2025Updated: 03:11 PM Oct 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেজর লিগ সকারে দুই ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার মায়ামি। লিওনেল মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিকে নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ গোলে জিততে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। সাপোটার্স শিল্ড হাতছাড়া হল মেসি-আলবাদের। গতবার যে ট্রফি জিতেছিল ইন্টার মায়ামি।

Advertisement

আমেরিকার লিগে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়ার পুরস্কার সাপোটার্স শিল্ড। ইস্ট ও ওয়েস্ট দুই কনফারেন্স মিলিয়ে লিগ পর্যায়ে যে দল সর্বোচ্চ পয়েন্ট পায়, তাদের এই শিল্ড দেওয়া হয়। গতবার পেয়েছিল ইন্টার মায়ামি। লিগ পর্যায়ের পর থাকে এমএলএস কাপের প্লে অফ। সেই পর্যায় শুরু হওয়ার আগে ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ফিলাডেলফিয়া শিল্ড জিতল। নিউ ইয়র্ক সিটিকে ১-০ গোলে হারাতেই চ্যাম্পিয়ন হয় তারা।

তবে ইন্টার মায়ামির পক্ষে যে আর সাপোটার্স শিল্ড জয় কার্যত অসম্ভব, তা আগের ম্যাচে শিকাগোর কাছে হারার পরই পরিষ্কার হয়ে যায়। তার আগের ম্যাচে টরন্টোর সঙ্গে ড্র করেন লুইস সুয়ারেজরা। নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে ৩২ ম্যাচে তাঁদের পয়েন্ট ৫৯। শেষ দুটি ম্যাচ জিতলেও মায়ামি ফিলাডেলফিয়াকে ছুঁতে পারবে না। তারা আপাতত রয়েছে তিন নম্বরে। ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিনসিনাটি। তাদেরও ফিলাডেলফিয়াকে ছোঁয়ার সুযোগ নেই।

তবে নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে সহজেই জিতল মেসিরা। জোড়া গোল তাদেও আয়েন্দে ও জর্দি আলবার। ৩২ মিনিটে ডেভিড বেকহ্যামের দলকে এগিয়ে দেন আয়েন্দে। হাফটাইমের ঠিক আগে গোল করেন আলবা। দুটো অ্যাসিস্টই মেসির। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় নিউ ইংল্যান্ড। কিন্তু ৬০ মিনিটে ফের মেসির অ্যাসিস্ট থেকে আয়েন্দের গোল ও ৬৩ মিনিটে আলবার গোলে ম্যাচ পকেটে পুরে ফেলে মায়ামি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেজর লিগ সকারে দুই ম্যাচ পর জয়ে ফিরল ইন্টার মায়ামি।
  • লিওনেল মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিকে নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ গোলে জিততে খুব একটা অসুবিধা হয়নি।
  • কিন্তু তাতেও শেষরক্ষা হল না। সাপোটার্স শিল্ড হাতছাড়া হল মেসি-আলবাদের। গতবার যে ট্রফি জিতেছিল ইন্টার মায়ামি।
Advertisement