shono
Advertisement
AIFF

স্পেনে গেলেন মানোলো, ফেডারেশনের সঙ্গে আইনি বিচ্ছেদ নিয়ে প্রক্রিয়া চলছে কোচের

১৩ জুন, শুক্রবার সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছে ফেডারেশন।
Published By: Prasenjit DuttaPosted: 11:57 AM Jun 12, 2025Updated: 11:57 AM Jun 12, 2025

স্টাফ রিপোর্টার: হংকং থেকে ফিরেই গোয়াতে গিয়ে এফসি গোয়ার কর্তাদের সঙ্গে প্রাথমিক কথা বলে স্পেনে চলে গেলেন সদ্য ভারতীয় দল থেকে সরে দাঁড়ানো মানোলো মার্কেজ। স্পেনের বিমান ধরতে হবে বলে সময়ের অভাবে এফসি গোয়ার কর্তাদের জানিয়েছেন, দল নিয়ে স্পেনে পৌঁছনোর পর কথা বলে নেবেন তিনি। যে কারণে, বুধবার ফেডারেশনের সঙ্গে চুক্তি ছিন্ন করার প্রক্রিয়াও আইনিভাবে সম্পন্ন করতে পারেননি তিনি।

Advertisement

প্রথম বছর জাতীয় কোচ হিসেবে ফেডারেশনের সঙ্গে ম্যাচ ধরে ধরে শিবির ভিত্তিক চুক্তি হয় মানোলোর। ঠিক ছিল, ১ জুন থেকে টানা এক বছরের চুক্তি হবে মানোলো মার্কেজের সঙ্গে। সেইমতো এফসি গোয়া থেকে রিলিজ নিয়েছিলেন কোচ। কিন্তু কিছুদিনেই বুঝে যান এই দল নিয়ে বিশেষ কিছুই করতে পারবেন না তিনি। পাশাপাশি এফসি গোয়া এই মরশুমে এএফসি খেলবে। সঙ্গে সঙ্গে মত পরিবর্তন করে ফেডারেশন কর্তাদের জানিয়ে দেন, হংকং ম্যাচের পর তিনি আর জাতীয় দলের কোচ থাকবেন না। যোগ দেবেন গোয়াতে। সেইমতো এফসি গোয়ার কর্তাদের সঙ্গেও তিনি কথা বলে নেন। পাশাপাশি জানিয়ে দেন, ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত জাতীয় দলের কোচিং করলেও কোনও অর্থ নেবেন না তিনি। এমনকী হংকং ম্যাচ খেলতে যাওয়ার আগেও ফেডারেশন কর্তাদের পাশাপাশি দলের ফুটবলারদেরও মানোলো জানিয়ে দেন, হংকং ম্যাচের পর তিনি আর নেই। হংকং ম্যাচে হারের পর তাঁর পদত্যাগ নিয়ে ফেডারেশনকে সরকারিভাবে জানিয়ে দেন তিনি।

একটা সময় পর্যন্ত ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের পরিকল্পনা ছিল, কোচের সঙ্গে একই বিমানে দিল্লি চলে যাওয়া। সেখানে গিয়ে মানোলোকে বোঝানো, জাতীয় দলের কোচ হিসেবে থেকে যাওয়ার জন্য। কিন্তু হংকংয়ের বিরুদ্ধে হারের পর ফেডারেশনও ঠিক করে নেয়, মানোলোকে আর থেকে যাওয়ার জন্য অনুরোধ করা হবে না। মানোলো হংকং থেকে দুপুরে দিল্লি এসে সরাসরি গোয়া চলে যান। রাতেই স্পেনে চলে যাবেন বলে, এফসি গোয়ার কর্তারা চেয়েছিলেন চুক্তি নবীকরণ নিয়ে প্রাথমিক কথা বলে নিতে। তবে ফেডারেশনের সঙ্গে চুক্তি বিচ্ছিন্ন করা নিয়ে এখনও কিছু আইনি সমস্যা রয়েছে বলে ফেডারেশন কর্তারা আপাতত মানোলোর পদত্যাগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

১ জুন থেকে মানোলোর সঙ্গে টানা এক বছরের চুক্তি করে ফেডারেশন। চুক্তি অনুযায়ী কোনও এক পক্ষ চুক্তি ভঙ্গ করলে, যে চুক্তি ভাঙতে চাইবে, সেই পক্ষকে এক বছরের অর্থ ফেরত দিতে হবে। কিন্তু মানোলো আর ফেডারেশন যেহেতু নিজেদের মধ্যে আলোচনা করে চুক্তি ভাঙছেন, তাই ঠিক হয়েছে, ‘গোল্ডেন হ্যান্ডশেক’ হবে। তারজন্য মানোলোকে লিখিত দিতে হবে, চুক্তি ভেঙে ফেডারেশনের রিলিজ নেওয়ার পর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে অথবা ফেডারেশনের কারও বিরুদ্ধে তিনি কোনওরকম বিরূপ মন্তব্য করতে পারবেন না। বুধবার হংকং থেকে দিল্লি হয়ে যেহেতু সোজা গোয়া চলে যান, তাই সময়ের অভাবে ফেডারেশন কর্তাদের সঙ্গে চুক্তি বিচ্ছিন্ন করা নিয়ে আইনি আলোচনাও তিনি ঠিকভাবে করতে পারেননি। ফেডারেশন কর্তারা ভেবেছিলেন, গোয়া পৌঁছনোর পর ফোনে মানোলোর সঙ্গে কথা বলে নেবেন। কিন্তু গোয়ার কর্তাদের সঙ্গে ব্যস্ত থাকার জন্য সময় বের করতে পারেননি মানোলো। ঠিক হয়েছে, স্পেনে পৌঁছনোর পর মানোলোর সঙ্গে কথা বলবে ভারতীয় ফুটবল ফেডারেশন। তারমধ্যেই ১৩ জুন, শুক্রবার সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছে ফেডারেশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হংকং থেকে ফিরেই গোয়াতে গিয়ে এফসি গোয়ার কর্তাদের সঙ্গে প্রাথমিক কথা বলে স্পেনে চলে গেলেন সদ্য ভারতীয় দল থেকে সরে দাঁড়ানো মানোলো মার্কেজ।
  • স্পেনের বিমান ধরতে হবে বলে সময়ের অভাবে এফসি গোয়ার কর্তাদের জানিয়েছেন, দল নিয়ে স্পেনে পৌঁছনোর পর কথা বলে নেবেন তিনি।
  • যে কারণে, ফেডারেশনের সঙ্গে চুক্তি ছিন্ন করার প্রক্রিয়াও আইনিভাবে সম্পন্ন করতে পারেননি তিনি।
Advertisement