shono
Advertisement
MESSI KOLKATA VISIT

কলকাতায় মেসি LIVE: অপেক্ষার অবসান, যুবভারতীতে ঢুকলেন মেসি

মূর্তি উন্মোচনে মেসির সঙ্গে ছিলেন শাহরুখ খান।
Published By: Anwesha AdhikaryPosted: 09:02 AM Dec 13, 2025Updated: 11:36 AM Dec 13, 2025

দ্বিতীয়বার কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি। ২০১১ সালে তিনি এসেছিলেন আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে। এবার আসছেন বিশ্বকাপজয়ী হয়ে। শনিবার মাঠে নেমে বাঁপায়ের জাদু দেখাবেন না, তবু মেসি ম্যানিয়ায় কাঁপছে কলকাতা। মাত্র কয়েকঘণ্টা কলকাতায় থাকবেন তিনি। মেসির কলকাতায় কাটানো প্রতি মুহূর্তের লাইভ আপডেট। 

Advertisement

বেলা ১১:৩০ মেসিকে দেখতে যুবভারতী কাণায় কাণায় ভর্তি। সাড়ে এগারোটা নাগাদ আর্জেন্টিনীয় মহাতারকা পৌঁছলেন যুবভারতীতে। প্রিয় মহাতারকাকে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি মেসি ভক্তরা। লুইস সুয়ারেজ এবং রডরিগো ডি'পলকে সঙ্গে নিয়ে হাসিমুখে যুবভারতীতে ঢুকলেন মেসি, হাত নাড়লেন যুবভারতীর দর্শকদের দিকে। 

সকাল ১০:৩০ মেসি যখন হোটেল থেকে মূর্তি উন্মোচন করছেন, সেসময়ে যুবভারতীতে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠান শেষ হলেই ম্যাচ খেলতে নামবে দুই অল স্টার্স দল। দর্শকাসনে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

সকাল ১০:১৫ হোটেল থেকেই ভারচুয়ালি নিজের ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করলেন মেসি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজও। দমকলমন্ত্রী সুজিত বসুর পাশে দাঁড়িয়ে মূর্তি উন্মোচনের পর ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন আর্জেন্টাইন মহাতারকা। শাহরুখ খানের পুত্র অ্যাব্রামও ছিল ভক্তদের মধ্যে। 

সকাল ১০ যুবভারতীতে শুরু হয়ে গেল গোট কনসার্ট। সংগীত পরিবেশন করছেন বিখ্যাত গায়ক অনীক ধর। মেসির প্রবেশের আগেই উৎসবে মাতোয়ারা যুবভারতী। 

সকাল ৯:৩০ মেসির আগমনের অন্তত তিনঘণ্টা আগে কানায় কানায় ভর্তি যুবভারতী ক্রীড়াঙ্গন। কারও পিঠে মেসির মুখ আঁকা ট্যাটু, কারও হাতে আর্জেন্টিনার পতাকা। ডিসেম্বরের সকালের শীতকে উপেক্ষা করেই মেসিকে দেখতে হাজির আমজনতা। 

সকাল ৯ মেসিকে দেখতে সর্বত্র ভিড় জমিয়েছেন ফুটবলপ্রেমীরা। বাইপাসের ধারে হায়াত রিজেন্সিতে রয়েছেন ফুটবল কিংবদন্তি। ভোরের আলো ফুটতেই সেখানে বাড়ছে ভিড়। যুবভারতী স্টেডিয়ামের সামনেও ফুটবলপ্রেমীরা ভিড় জমিয়েছেন, মেসিকে একঝলক দেখার জন্য। কেবল কলকাতা নয়, দেশের নানা প্রান্ত এমনকি নেপাল থেকেও যুবভারতীর সামনে হাজির মেসিভক্তরা। 

সকাল ৮ কলকাতায় পা রাখার কয়েকঘণ্টার মধ্যেই একগুচ্ছ কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়বেন মেসি। 

মেসি-নির্ঘণ্ট
সকাল ১০.০০- ভার্চুয়ালি নিজের মূর্তি উদ্বোধন করবেন মেসি।
সকাল ১০.০৫-যুবভারতীতে অনীক ধরের সঙ্গীতানুষ্ঠান, 'ট্যাঙ্গো টু টেগোর'।
সকাল ১০.১৫-টলিউড শিল্পীদের অনুষ্ঠান।
সকাল ১০.৪৫ যুবভারতীতে প্রাক্তনদের প্রদর্শনী ম্যাচ।
সকাল ১১.২০ লিওনেল মেসির যুবভারতীতে প্রবেশ।
দুপুর ১২.০০-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ।
দুপুর ১২.০০-কিশোরদের নিয়ে মেসি-মাস্টারক্লাস।
দুপুর ১২.৩০-লিওনেল মেসি ও শাহরুখ খানকে সংবর্ধনা।
দুপুর ১২.৩৫-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবর্ধিত করবেন মেসিকে।
দুপুর ১.০৫-যুবভারতীয় ছাড়বেন মেসি।

সকাল ৭ নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে কলকাতা বিমানবন্দরে নেমেছে মেসির ব্যক্তিগত বিমান। তবে রাত তিনটের সময়েও আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে বিমানবন্দরে ভক্তের ঢল। কাতারে কাতারে মানুষের ভিড়ে বিমানবন্দর থেকে হোটেলে গিয়েছেন মেসি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement