সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার, ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখতে চলেছেন লিওনেল মেসি। শহর তিলোত্তমা যখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, তখন এমন আবহেই বোমা ফাটালেন শাহরুখ খান। মেসির কলকাতা সফরের সঙ্গী হতে চলেছেন কিং খানও। অতঃপর একই মঞ্চে ফুটবলের ঈশ্বরের সঙ্গে বাদশার দর্শনপ্রাপ্তি যে তিলোত্তমাবাসীদের জন্য পরমপাওনা হতে চলেছে, তা বলাই বাহুল্য।
২ নভেম্বর, নিজের জন্মদিনেই খুব শিগগিরি কলকাতায় পা রাখার ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ। তার দিন কয়েকের ব্যবধানে শোনা যায়, ১৩ তারিখ লিওনেল মেসির সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকতে পারেন কিং খানও। তখন থেকেই অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! যদিও সেসময়ে বিষয়টি আলোচনাস্তরে ছিল বলেই জানা যায়, তবে এবার জল্পনায় সিলমোহর বসালেন খোদ বলিউড বাদশা। ফিল্মি কায়দায় এক্স হ্যান্ডেলে কিং লেখেন, "এবার কলকাতায় 'নাইট প্ল্যান' করছি না..., বরং দিনেই 'মেসি রাইড' হবে।" তবে বলিউড সুপারস্টারের শব্দের মারপ্যাঁচে ঘাবড়ে যাবেন না! কারণ সেই টুইটেই ধোঁয়াশা সরিয়ে শাহরুখের সংযোজন, "১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে দেখা হচ্ছে।" বাদশার এহেন বার্তা যেন গোটা বাংলার ফুটবলপ্রেমী এবং সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়াল। একমঞ্চে 'ফুটবলের ঈশ্বর' আর 'বলিউডের সম্রাট'- দুই গ্লোবাল আইকনের উপস্থিতিতে শহরবাসী যে বিরল দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে, তা বলাই বাহুল্য। ভক্তরা বলছেন, 'এর থেকে বড়দিনের বড়পাওনা আর কীই বা হতে পারে!'
প্রসঙ্গত, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন। সেখান থেকে মুম্বই এবং নয়াদিল্লিতে যাবেন। মেসির এই সফরের অন্যতম আকর্ষণ ‘গোট কনসার্ট’। প্রাথমিকভাবে অবশ্য এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। তবে শেষ পর্যন্ত তা হতে চলেছে এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম যুবভারতীতে। সেখান থেকে যাবেন লেকটাউনে, নিজের মূর্তি উদ্বোধন করতে। তারপর আরও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন এলএমটেন।
