সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় ক্লাবের অবনমন। সেই রাগ থেকে ক্লাবের স্টেডিয়াম জ্বালিয়ে দিল ভক্তরা! ভয়ংকর কাণ্ডটি ঘটেছে বিশ্বের সুখীতম দেশ ফিনল্যান্ডে। জানা গিয়েছে, আগুন ধরানোর নেপথ্যে রয়েছে একদল কিশোর যাদের প্রত্যেকের বয়স ১৫ বছরের নিচে। দাউদাউ করে স্টেডিয়াম জ্বলে ওঠার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
জানা গিয়েছে, সপ্তাহখানেক আগেই ফিনল্যান্ডের শীর্ষ লিগ ভেইকাউসলিগা থেকে অবনমন হয়েছে ফুটবল টিম এফসি হাকার। স্বভাবতই ক্ষিপ্ত হাকার ভক্তকুল। এহেন পরিস্থিতিতেই তারা আগুন ধরিয়ে দেয় হাকার ঘরের মাঠ তেহতান কেন্টা স্টেডিয়ামে। ফিনল্যান্ডের প্রাচীনতম স্টেডিয়ামগুলির মধ্যে অন্যতম এই তেহতান কণ্টা। দীর্ঘসময় ধরে দাউদাউ করে জ্বলতে থাকে এই স্টেডিয়াম। তার জেরে ৪০০ আসন বিশিষ্ট একটি স্ট্যান্ড একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
স্টেডিয়াম পুড়ে যাওয়ার ঘটনায় দুঃখিত ফিনল্যান্ডের ক্রীড়াপ্রেমীরা। তার থেকেও দুঃখজনক ঘটনা হল, এই অগ্নিসংযোগের নেপথ্যে ছিল ১৫ বছরেরও কম বয়সি কিশোররা। একজন ইতিমধ্যেই স্বীকার করেছে আগুন লাগার বিষয়টি। ফিনল্যান্ডের আইন অনুযায়ী, ১৫ বছরের কমবয়সি কারোওর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা যায় না। তবে স্থানীয় পুলিশ আধিকারিক মাইজাস্তিনা তামিস্তো জানিয়েছেন, ফৌজদারি মামলা না হলেও শাস্তির আওতায় পড়বে অভিযুক্তরা। সঙ্গে সাবধান করেছেন, এই অজ্ঞাতপরিচয় কিশোরদের কেউ যদি অনলাইন বা অফলাইন হেনস্তা করে তাহলে শাস্তি পাবে তারাও।
উল্লেখ্য, তেহতান কেন্টা স্টেডিয়ামটি প্রতিষ্ঠিত হয় ১৯৩৪ সালে। মূলত কাঠ দিয়ে তৈরি এই স্টেডিয়াম। কাঠের তৈরি হওয়ার কারণেই আগুন অনেক তাড়াতাড়ি ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের জেরে কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। অবনমনের জেরে ইতিমধ্যেই বড়সড় আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে এফসি হাকা। তারমধ্যেই স্টেডিয়াম পুড়ে যাওয়ার ঘটনায় শোকস্তব্ধ ক্লাবটি।
