স্টাফ রিপোর্টার: বুধবার শহরে পৌঁছে গেলেও মাঠে নামেননি। সেদিন বিকেলে হোটেলে শুভাশিস বসুদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন মোহনবাগানের নতুন কোচ সার্জিও লোবেরা। সেই বৈঠকেই নিজের দর্শন সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেন ফুটবলারদের। কথাও শোনেন কামিংসদের। বৃহস্পতিবার প্রথমবার জেমি ম্যাকলারেনদের নিয়ে মাঠে নেমে পড়েন লোবেরা।
ভিসা সমস্যার জন্য ২৬ নভেম্বর মোহনবাগান কোচ হিসাবে লোবেরার নাম ঘোষণা হলেও এতদিন কলকাতায় আসা হয়ে ওঠেনি। তাই কলকাতায় এসে আর সময় নষ্ট করতে নারাজ মোহনবাগানের নতুন কোচ। বৃহস্পতিবার ঘণ্টা দেড়েক অনুশীলন হল মোহবাগান ফুটবলারদের। মাঠে এলেও জ্বরের জন্য হোটেলে ফিরে গেলেন আপুইয়া। বিয়ের জন্য ছুটিতে রয়েছেন লিস্টন কোলাসো, ব্যক্তিগত কাজে ছুটি নিয়েছেন সাহাল আবদুল সামাদ ও সহকারী কোচ বাস্তব রায়। এঁরা ছাড়া বাকিরা সবাই অনুশীলনে ছিলেন।
দায়িত্ব নিয়েই কামিংসদের ফিটনেসের দিকে নজর দিলেন লোবেরা। দীর্ঘক্ষণ ফিটনেস ট্রেনার সের্জিও গার্সিয়ার অধীনে ফিটনেস ট্রেনিং করেন ম্যাকলারেনরা। এদিন একাধিকবার সহকারী কোচদের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে লোবেরাকে। মোহনবাগানে লোবেরার পাশাপাশি যোগ দিয়েছেন তাঁর আরেক সহকারী ডেভিড দেওগার্সিয়া।
শহরে মেসি আসছেন, বৃহস্পতিবার মোহনবাগান অনুশীলন শেষেও মেসির খোঁজ কামিংসদের। নিজেই মজা করে বলে গেলেন, “কোথায় মেসি?” তবে এক সময় বার্সেলোনার যুব দলের কোচিং করানো বর্তমানের মোহনবাগান কোচ লোবেরা অবশ্য মেসি নিয়ে মুখ খুলতে নারাজ। আপাতত লোবেরার মাথায় মোহনবাগান ছাড়া অন্য কিছু নেই। গতবারের আইএসএলে ডবল ক্রাউন মোহনবাগানের হট সিটে বসে যথেষ্টই চ্যালেঞ্জের মুখোমুখি সার্জিও লোবেরা।
