shono
Advertisement
Pakistan

পাকিস্তানেই সম্ভব! ফুটবল ম্যাচে রেফারিকে মার, লাথি-ঘুসি দলের কর্তাদেরও, ভিডিও ভাইরাল

মাঠেই হাতাহাতি ফুটবলারদের।
Published By: Anwesha AdhikaryPosted: 04:55 PM Dec 11, 2025Updated: 04:55 PM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান মানেই যেন বিশৃঙ্খলা। রাস্তার ধার হোক বা খেলার মাঠ- সর্বত্রই চলে ডামাডোল। বহু বিশৃঙ্খলার দেশ পাকিস্তানে এবার ফুটবল মাঠে হাতাহাতিতে জড়িয়ে পাক সেনার দল। ফুটবলার থেকে শুরু করে দুই দলের কর্তা একে অপরকে লাথি-ঘুসি মারতে থাকেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

ঘটনার সূত্রপাত পাকিস্তানের জাতীয় গেমসের সেমিফাইনালে। ওই ম্যাচে পাক সেনার বিরুদ্ধে খেলতে নেমেছিল ওয়াপডা। হাড্ডাহাড্ডি ম্যাচ ৪-৩ গোলে জিতে যায় পাক সেনা। ম্যাচ শেষের বাঁশি বাজতেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দল। ম্যাচ জিতে সেলিব্রেশনে মেতেছিল পাক সেনার দল। সেই সময়েই তাদের হাডলে গিয়ে হাতাহাতি শুরু করেন ওয়াপডার ফুটবলাররা। শুধু তাই নয়, রেফারির দিকে তেড়েও যান তাঁরা। কোনওমতে অন্যান্যরা রেফারিকে উদ্ধার করেন মারমুখী ফুটবলারদের।

মাঠের মধ্যে ফুটবলাররা যখন হাতাহাতি করছেন, তখন মাঠের বাইরে মারমুখী হয়ে ওঠেন দুই দলের কর্তারা। তাঁরাও লাথি-ঘুসি মারতে থাকেন প্রতিপক্ষকে। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে জানা যায়, একটি পেনাল্টি দেওয়া নিয়ে অসন্তুষ্ট ছিল ওয়াপডা। সেই নিয়েই শুরু হয় বিবাদ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পাক ফুটবল ফেডারেশন এবং অলিম্পিক কমিটি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাক ফেডারেশনের এক কর্তা।

যেহেতু ম্যাচটি সরাসরি সম্প্রচার হচ্ছিল, তাই হাতাহাতির ভিডিও হুহু করে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সেই দেখে পাকিস্তানের আমজনতার মনেই প্রশ্ন, খেলার মাঠে কেন পর্যাপ্ত নিরাপত্তা নেই? জাতীয় গেমসের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে খেলতে নেমেও কেন এহেন আচরণ ফুটবলারদের?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফুটবলার থেকে শুরু করে দুই দলের কর্তা একে অপরকে লাথি-ঘুসি মারতে থাকেন।
  • ঘটনার সূত্রপাত পাকিস্তানের জাতীয় গেমসের সেমিফাইনালে। ওই ম্যাচে পাক সেনার বিরুদ্ধে খেলতে নেমেছিল ওয়াপডা।
  • ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পাক ফুটবল ফেডারেশন এবং অলিম্পিক কমিটি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাক ফেডারেশনের এক কর্তা।
Advertisement