shono
Advertisement
Mohammedan Sporting Club

অ্যাওয়ে ম্যাচে আজ পাখির চোখ ৩ পয়েন্ট, হায়দরাবাদকে টপকাতে মরিয়া মহামেডান

লিগ টেবিলে এই মুহূর্তে মহামেডানের ঠিক উপরে ১২ নম্বরে রয়েছে হায়দরাবাদ।
Published By: Sulaya SinghaPosted: 12:17 PM Feb 08, 2025Updated: 12:21 PM Feb 08, 2025

স্টাফ রিপোর্টার: চলতি আইএসএলে লিগ টেবিলের একেবারে শেষ স্থানে থাকা মহামেডান এই মুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। শনিবার তাদের অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। লিগ টেবিলে যারা এই মুহূর্তে মহামেডানের ঠিক উপরে ১২ নম্বরে রয়েছে। আজকের অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে আপাতত হায়দরাবাদ এফসিকে টপকে লিগ টেবিলের একধাপ উপরে উঠে আসাই মহামেডান শিবিরের লক্ষ্য।

Advertisement

এই মুহূর্তে চিফ কোচ আন্দ্রে চেরনিশভ দেশে থাকায় কোচের দায়িত্বে রয়েছেন মেহরাজউদ্দিন ওয়াডু। গত ম্যাচে মোহনবাগানের কাছে হারতে হয়েছে অ্যালেক্সিস গোমেজদের। এই ম্যাচে নামার আগে সাদা-কালো শিবিরের জন্য খারাপ খবর, কার্ড সমস্যার জন্য পাওয়া যাবে না কাশিমভকে। গত মাসে বেশ কয়েকবার বকেয়া বেতনের দাবিতে অনুশীলন বয়কট করেছিলেন ফ্রাঙ্কারা। সেই সময় খেলাতেও তার প্রভাব পড়েছিল। আপাতত ইনভেস্টরের সঙ্গে আলোচনার মাধ্যমে ক্লাবকর্তারা পরিস্থিতি সামাল দিয়েছেন। এই পর্বের বাকি ম্যাচগুলোতে ভালো ফল করে প্রথমবার আইএসএলে খেলতে নেমে দলকে যতটা সম্ভব লিগ টেবিলের উপরে তুলতে চাইছেন সাদা-কালো ফুটবলাররা।

প্রথম লেগে হায়দরাবাদের দলটি মহামেডানের বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছিল। সেই হারের বদলা নেওয়াই লক্ষ্য মেহরাজউদ্দিনের দলের। গত ম্যাচে মোহনবাগানের কাছে ০-৪ গোলে হারের হতাশা কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নামতে প্রস্তুত সাদা-কালো বিগ্রেড। মেহরাজ বলছেন, "মানছি, গত ম্যাচে আমরা ভালো খেলিনি। আরও ছ'টা ম্যাচ বাকি আছে। তাই অতীত না ঘেঁটে আগামীর দিকে ফোকাস করছি।"

আজ আইএসএলে
হায়দরাবাদ এফসি বনাম মহামেডান
জিএমসি বালাযোগী স্টেডিয়াম, বিকেল ৫টা
সরাসরি স্পোর্টস ১৮ নেটওয়ার্ক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লিগ টেবিলে যারা এই মুহূর্তে মহামেডানের ঠিক উপরে ১২ নম্বরে রয়েছে।
  • তিন পয়েন্ট নিয়ে আপাতত হায়দরাবাদ এফসিকে টপকে লিগ টেবিলের একধাপ উপরে উঠে আসাই মহামেডান শিবিরের লক্ষ্য।
  • প্রথম লেগে হায়দরাবাদের দলটি মহামেডানের বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছিল।
Advertisement