shono
Advertisement
Mohammedan

ঘরের মাঠে কঠিন ম্যাচ, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামছে 'ছন্দহীন' মহামেডান

আগের ম্যাচে ন 'জনের ইস্টবেঙ্গলকে পেয়েও জিততে পারেনি মহামেডান।
Published By: Anwesha AdhikaryPosted: 03:34 PM Nov 27, 2024Updated: 03:34 PM Nov 27, 2024

স্টাফ রিপোর্টার: বুধবার ঘরের মাঠে আইএসএলের অন্যতম কঠিন ম্যাচে নামতে চলেছে মহামেডান। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ফল তাঁর অনুকূলে না গেলে ফের কোচ আন্দ্রে চেরনিশভের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে।

Advertisement

আগের ম্যাচে ন 'জনের ইস্টবেঙ্গলকে পেয়েও জিততে পারেনি মহামেডান। তখনই প্রশ্ন উঠে গিয়েছিল তাহলে কি ফুটবলাররা মোটিভেট করতে পারছেন না নিজেদের? ম্যাচটি জিততে না পেরে সমালোচিত হয়েছিলেন কোচ চেরনিশভও। যদিও বেঙ্গালুরু ম্যাচের আগের দিন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরাসরি তিনি বলছেন, "সবাই পেশাদার। নিজেদের মোটিভেট করতে এই তথ্যটাই যথেষ্ট।" মঙ্গলবার দলকে উজ্জীবিত করতে মাঠে এসেছিলেন ইনভেস্টার কর্তা দীপক সিং ও ক্লাব কর্তা কামারউদ্দিন আহমেদ। দু'জনই অনুশীলন শেষে কোচ-ফুটবলারদের সঙ্গে কথা বলেন।

এই ম্যাচেও নেই জোসেফ আদজেই। রক্ষণ নিয়ে চিন্তা থাকছে কোচ চেরনিশভের। তিনি বলছেন, "বেঙ্গালুরুর এগারো জন খেলবে। তিনজন খেলবে না। আমাকে ভাবতে হচ্ছে গোটা দলটাকে নিয়েই।" আদজেই না খেললে যিনি রক্ষণের দায়িত্বে থাকবেন সেই ফ্লোরেন্ট ওগিয়েরও এখনও পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। হায়দরাবাদ এফসি ম্যাচে তাঁর ব্যাকপাস থেকেই গোল খেতে হয়েছে। বেঙ্গালুরুকে আটকাতে হলে এই ফরাসি ডিফেন্ডারকে বিশেষ ভূমিকা নিতে হবে।

আজ আইএসএলে
মহামেডান বনাম বেঙ্গালুরু এফসি
কিশোরভারতী, সন্ধ্যা ৭.৩০
স্পোর্টস ১৮ নেটওয়ার্ক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার দলকে উজ্জীবিত করতে মাঠে এসেছিলেন ইনভেস্টার কর্তা দীপক সিং ও ক্লাব কর্তা কামারউদ্দিন আহমেদ।
  • এই ম্যাচেও নেই জোসেফ আদজেই। রক্ষণ নিয়ে চিন্তা থাকছে কোচ চেরনিশভের।
  • আদজেই না খেললে যিনি রক্ষণের দায়িত্বে থাকবেন সেই ফ্লোরেন্ট ওগিয়েরও এখনও পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।
Advertisement