সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু সের্জিও লোবেরাই নন। তাঁর এক সহকারীও যোগ দিচ্ছেন মোহনবাগানে। উয়েফা প্রো লাইসেন্সধারী এই সহকারী কোচের নাম দেওগ্রাসিয়া মার্কুয়েজ ডাভিড। মোলিনার আমলের সহকারী কোচ ইগরকে আর রাখছে না সবুজ-মেরুন।
এদিকে শনিবার রাত পর্যন্ত ভিসা পাননি মোহনবাগানের নতুন কোচ লোবেরা। শহরে আসতে শুরু করে দিয়েছেন মোহনবাগান ফুটবলাররা। রবিবার তাঁদের মেডিক্যাল টেস্ট হবে। সোমবার থেকে ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে মাঠে নেমে যাওয়ার কথা। আইএসএল হলে যাতে শুরু থেকেই জেসন কামিংসদের পুরোপুরি ফিট পাওয়া যায়, সেই দিকেই প্রধান লক্ষ্য হবে মোহনবাগানের নতুন কোচ লোবেরার।
তবে কোচিংয়ে বদল হলেও দলে আপাতত বিরাট কোনও বদল হচ্ছে না। জানা গিয়েছে, মোলিনার সময়ের দল নিয়েই খেলবে মোহনবাগান। রেখে দেওয়া হয়েছে গোলকিপার কোচ বা ফিটনেস ট্রেনারদের। আপাতত তিনি ভিসা পাওয়ার অপেক্ষা করছেন। যদি রবিবারের মধ্যে একান্তই ভিসা না পেয়ে শহরে পা না রাখতে পারেন লোবেরা, তাহলে যতদিন তিনি আসছেন না, ততদিন মোহনবাগানের ফিজিক্যাল ট্রেনাররা অনুশীলন শুরু করে দেবেন। তিনি এসে পরে যোগ দেবেন অনুশীলনে।
এই মরশুমে এখনও পর্যন্ত ওড়িশা এফসি নিজেদের দল গুছিয়ে উঠতে পারেনি। তাদের ভবিষ্যৎ কী, সেটাও বোঝা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে মোহনবাগান থেকে প্রস্তাব পাওয়ার পর আর সেই প্রস্তাবে না করেননি তিনি। বুধবার দুপুরেই ওড়িশার সঙ্গে সরকারিভাবে চুক্তি ছিন্ন করেন লোবেরা। সন্ধ্যার মধ্যে ওড়িশা এফসি’র তরফ থেকে গোল্ডেন হ্যান্ডশেকের কথা ঘোষণা করে দেওয়া হয়। এদিকে মোহনবাগান ম্যানেজমেন্টও তৈরি ছিল মোলিনাকে নিয়ে। মোলিনার সঙ্গে তারাও গোল্ডেন হ্যান্ডশেক করার পরই দ্রুত লোবেরার সঙ্গে চুক্তি চূড়ান্ত করে মোহনবাগান কোচ হিসাবে সরকারিভাবে লোবেরার নাম ঘোষণা করে দেওয়া হয়।
উল্লেখ্য, মুম্বই সিটিকে একই মরশুমে (২০২১) আইএসএল লিগ-শিল্ড ও কাপ জিতিয়েছেন লোবেরা। ২০২৩ সালের মে মাসে ওড়িশা এফসিতে যোগ দেন এই স্প্যানিশ কোচ। তাঁর কোচিংয়েই ২০২৪ সালের সুপার কাপের ফাইনালে গিয়েছিল ওড়িশা। যদিও চূড়ান্ত লড়াইয়ে ইস্টবেঙ্গলের কাছে হেরে যায় তারা। লোবেরার অধীনে ২০২৩-২৪ আইএসএলে চতুর্থ স্থান অর্জন করে ওড়িশা। তবে গত মরশুমে সাত নম্বরে শেষ করেছিল তারা।
