shono
Advertisement

Breaking News

Mohun Bagan

আরও একধাপ এগোল মোহনবাগানের নির্বাচন প্রক্রিয়া, কী সিদ্ধান্ত কার্যকরী সমিতির বৈঠকে?

লিগ শিল্ড জয়ের জন্য মোহনবাগানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
Published By: Arpan DasPosted: 05:02 PM Mar 10, 2025Updated: 05:32 PM Mar 10, 2025

প্রসূন বিশ্বাস: নির্বাচনের দিকে আরও একধাপ এগোল মোহনবাগান। সোমবার দুপুরে ক্লাব তাঁবুতে কার্যকরী সমিতির বৈঠক ডাকা হয়। সেখানে ঠিক হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচন সংক্রান্ত পাঁচ সদস্যের যে কমিটি তৈরি হয়েছে, তাঁদের হাতে ২০ মার্চ সমস্ত ক্ষমতা হস্তান্তর করা হবে। সেই কমিটিই নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে। তারপর সেই কমিটিই নির্বাচন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে। এছাড়া লিগ শিল্ড জয়ের জন্য মোহনবাগানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

ক্লাব তাঁবুতে মিটিংয়ে উপস্থিত ছিলেন সহ সভাপতি কুণাল ঘোষ, সৌমিক বোস-সহ আরও অনেকে। ছিলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, মানস ভট্টাচার্য প্রমুখ। কুণাল ঘোষ জানান, "আজকের বৈঠকে কিছু সিদ্ধান্ত হয়েছে। আগামী ২০ মার্চ পরবর্তী বৈঠক। সেই বৈঠকে নির্বাচনী বোর্ডকে দায়িত্ব হস্তান্তর করা হবে। যার নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। সেই বোর্ডই সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে হবে এবং তার প্রক্রিয়া কী হবে।" এছাড়া ক্লাব তাঁবুতে উপস্থিত ছিলেন সৃঞ্জয় বোসও। তাঁকে ঘিরে ছিল উৎসাহী সমর্থকদের ভিড়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ী মোহনবাগানকে অভিনন্দন বার্তা পাঠানো হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'আরও একবার আইএসএল লিগ শিল্ড জয় করল আমাদের প্রিয় মোহনবাগান ক্লাব। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এই প্রথম কোনও দল পরপর দুবার এই কৃতিত্ব অর্জন করার অনন্য নজির স্থাপন করল। বাংলাকে আবার ভারত সেরা করার জন্য ক্লাবের সকল খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, সদস্য, কর্মকর্তা এবং অসংখ্য সমর্থক অনুরাগীকে আমি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।'

লিগ শিল্ড জয় উপলক্ষে এদিন ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন করা হয়। তবে সেখানে কোনও ফুটবলার উপস্থিত ছিলেন না। লিগ শিল্ড জিতলেও, এখনও আইএসএল কাপ বাকি। সেই লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত উৎসবে মাততে নারাজ মোলিনা। এছাড়া ক্লাব তাঁবুর পিছনে মালিদের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। সেটারও উদ্বোধন হবে ২০ মার্চ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নির্বাচনের দিকে আরও একধাপ এগোল মোহনবাগান।
  • সোমবার দুপুরে ক্লাব তাঁবুতে কার্যকরী সমিতির বৈঠক ডাকা হয়।
  • অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচন সংক্রান্ত পাঁচ সদস্যের যে কমিটি তৈরি হয়েছে, তাঁদের হাতে ২০ মার্চ সমস্ত ক্ষমতা হস্তান্তর করা হবে।
Advertisement