প্রসূন বিশ্বাস: আগে সদস্যপদ নবীকরণ। তারপর নির্ভুল ভোটার তালিকা তৈরি। তারপর দিনক্ষণ ঘোষণা। মোহনবাগানের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করে দিলেও অহেতুক তাড়াহুড়ো করতে নারাজ অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন নির্বাচনী বোর্ড। শনিবার ক্লাব তাঁবুতে নির্বাচনী বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সদস্যপদ নবীকরণের জন্য আরও কিছুটা বাড়তি সময় দেওয়া হবে সদস্যদের।
অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে নির্বাচনী বোর্ড মোহনবাগানের নির্বাচন সংক্রান্ত বিষয়ে যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে। শুরুতেই ভোটার তালিকা চূড়ান্ত করতে চাইছেন তাঁরা। প্রথমে ঠিক হয়েছিল, ৩১ মার্চের মধ্যে যে সদস্যরা ক্লাবের সদস্য কার্ড নবীকরণ করবেন, তাঁরাই ভোট দিতে পারবেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে নির্বাচনী বোর্ড মনে করছে, সদস্য কার্ড নবীকরণ করার তারিখ কিছুটা বাড়িয়ে দেওয়া যেতে পারে। শনিবার বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আরও ১৫টি কর্মদিবস সদস্যদের সময় দেওয়া হবে নবীকরণের জন্য। আগামী ৮ এপ্রিল এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হবে। তার পরবর্তী ১৫টি কর্মদিবস সদস্যরা মেম্বারশিপ কার্ড নবীকরণ করতে পারবেন। তারপর চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে।
এদিন নির্বাচনী বোর্ডের বৈঠক শেষে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় জানিয়েছেন, ক্লাবের সদস্যসংখ্যা প্রায় হাজার দশেক। এর মধ্যে ৫ হাজার ৯৩৯ জন সদস্যপদ নবীকরণ করেছেন। অর্থাৎ এখনও অনেকটাই বাকি। আরও ১৫টি কর্মদিবস সময় দিয়ে নির্বাচনী বোর্ড দেখে নিতে চাইছে কত সদস্যের কার্ড রিনিউ করা যাচ্ছে। সেক্ষেত্রে যাঁরা এখনও সদস্যকার্ড নবীকরণ না করার জন্য ভোট না দিতে পারার আশঙ্কায় ছিলেন, তাঁরা কার্ড নবীকরণ করে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এদিন নির্বাচনী বোর্ডের প্রধান অসীম রায় জানিয়েছেন, ভোট নিয়ে অনেকে অনেক পরামর্শ দিয়েছেন, সেগুলি নিয়েও এদিন আলোচনা হয়েছে। তবে এখনই ভোটের দিনক্ষণ নিয়ে তিনি কিছু বলতে চাননি। কবে নাগাদ নির্বাচন হতে পারে তেমন কোনও আভাসও মেলেনি।