shono
Advertisement
Mohun Bagan Election

সোমবার মনোনয়ন পত্র দেওয়া শুরু হতে পারে মোহনবাগানে! কবে ঘোষণা ভোটের দিন?

১০০ টাকার বিনিময়ে ক্লাব থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন সদস্যরা।
Published By: Subhajit MandalPosted: 12:08 PM May 22, 2025Updated: 12:08 PM May 22, 2025

স্টাফ রিপোর্টার: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার থেকেই মোহনবাগান নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দেওয়া শুরু হয়ে যেতে পারে। তবে এখনই চূড়ান্ত করে কিছু বলা যাচ্ছে না। আপাতত বুধবার রাতে ক্লাব তাঁবুতে নির্বাচন কমিটির সদস্যরা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে আলোচনায় বসেছিলেন। সেখানেই প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, সোমবার থেকে মনোনয়ন পত্র দেওয়ার বিষয়টি। তবে এই বিষয়টি চূড়ান্ত হবে শনিবার।

Advertisement

আপাতত নির্বাচন কমিটির পরিকল্পনা করেছে মনোনয়ন পত্রের সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকাও অর্থের বিনিময় সংগ্রহ করতে পারবেন বৈধ সদস্যরা। এই প্রক্রিয়া চলবে ২ জুন পর্যন্ত। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ৩ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়ন জমা শেষ হলে ৩ জুন থেকেই সেই পেপার স্ক্রুটিনি শুরু হয়ে যেতে পারে। ত্রুটিনি শেষ হওয়ার দু'দিন পর ঘোষণা করা হবে নির্বাচনের দিন। নির্বাচন কোথায় হবে তা এখনও স্থির করা হয়নি।

নির্বাচন বোর্ডের সদস্যরা আশা করছেন ৩০ জুনের মধ্যে এই পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। ১০০ টাকার বিনিময়ে ক্লাব থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন সদস্যরা। একজন সদস্য সর্বোচ্চ পাঁচটি পেপার সংগ্রহ করতে পারবেন। তবে প্রত্যেকটি নমিনেশন জমা দিতে গেলে ১০,০০০ টাকা 'কশান মানি' জমা দিতে হবে।

অবশ্য এই পুরো বিষয়টিই ভাবনা-চিন্তার স্তরে রয়েছে। এখনও চূড়ান্ত হয়নি। এদিন প্রায় ঘণ্টা দেড়েক ক্লাব তাঁবুতে নিজেদের মধ্যে বৈঠক করেন নির্বাচনী বোর্ডের সদস্যরা। বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বরূপ দে, অনুপকুমার কুণ্ডু, অসীম মৌলিক ও সুকোমল রায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী সোমবার থেকেই মোহনবাগান নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দেওয়া শুরু হয়ে যেতে পারে।
  • এখনই চূড়ান্ত করে কিছু বলা যাচ্ছে না।
  • প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, সোমবার থেকে মনোনয়ন পত্র দেওয়ার বিষয়টি।
Advertisement