স্টাফ রিপোর্টার: মোহনবাগান নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন মোহনবাগান সভ্য-সমর্থকদের উৎসাহ বাড়ছে সৃঞ্জয় বোসদের নিয়ে। রবিবার সকাল ও বিকেলে সৃঞ্জয় বোসদের দু'টো নির্বাচনী মিটিংয়ে উপচে পড়ছে সভ্য-সমর্থকদের ভিড়। সকালে উত্তর কলকাতার পাইকপাড়া অঞ্চলের মোহিত মঞ্চের সভায় এই গোষ্ঠীর সমর্থনে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবল সচিব শম্ভু ঘোষ, শিশির ঘোষ, শিলটন পালরা। শুধু ফুটবল জগতের মানুষই নয়, এদিন পাইকপাড়ায় এই সভায় ছিলেন সাংস্কৃতিক জগতের বিশিষ্ট মানুষরাও। ছিলেন জগন্নাথ বসু, ঊর্মিমালা বসু, নচিকেতারাও। পাশাপাশি ছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাও। ছিলেন ডা. সুদীপ্ত রায়, প্রিয়াল চৌধুরিরাও।
সকালে মোহিত মঞ্চে সৃঞ্জয় বোস পা রাখতেই কয়েকশো সবুজ-মেরুন সভ্য তাঁকে ঘিরে ধরে ‘তোমাকে চাই’ বলে স্লোগান দিতে থাকেন। অডিটোরিয়ামের ভিতরেও ছিল উপচে পড়া ভিড়। এই অনুষ্ঠানেই তাঁর হাতে মোহনবাগান ক্লাবকে নিয়ে লেখা একটি ইতিহাস বই তুলে দেন উত্তর কলকাতার ঐতিহ্যশালী সেনবাড়ির বংশধর সুব্রত সেন। সকালের পর বিকেলে এই শিবিরের আরও একটি নির্বাচনী সভা ছিল হাওড়ার কদমতলা সুর ব্যাঙ্কোয়েটে। টুটু বোস-সৃঞ্জয় বোসদের আদি বাড়ি এই হাওড়াতেই। স্বাভাবিকভাবে এই সভাতেও মোহন-জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।
রবিবার সকালে পাইকপাড়ার মোহনবাগান সদস্য-সমর্থকদের অনুষ্ঠানে সৃঞ্জয় বোসের হাতে সবুজ-মেরুন ইতিহাসের বই তুলে দিলেন মোহনবাগানের ঐতিহ্যশালী সেনবাড়ির সুব্রত সেন।
এই সভায় আবার উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, শিশির ঘোষ, বলাই দে। ছিলেন হাওড়ার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগান সহ-সভাপতি অসিত চট্টোপাধ্যায়, কর্মসমিতির সদস্য রঞ্জন বসু, মহেশ টেকরিওয়াল ও পার্থজিৎ দাসরা। এদিনের দু'টি সভায় এত উপস্থিতি দেখে সৃঞ্জয় বোস বলেন, “মোহনবাগান একটা পরিবার। ভোট আসবে ভোট যাবে কিন্তু সেই ভোটে আমরা ব্যক্তিগত আক্রমণে যাব না। পারস্পরিক সৌহার্দ্য রেখেই নির্বাচন হয়ে আসছে চিরকাল।” এই কথা বলার পাশাপাশি আরও যোগ করেন, “কিন্তু কেউ যদি ভাবে, আমার ভদ্রতা আমার দুর্বলতা, তা হলে সে ভুল ভাববে। বাবা শিখিয়েছেন ইট ছুড়লে, পাটকেল ছুড়তে হয়।”
এদিন হাওড়ায় উপস্থিত হয়ে মন্ত্রী অরূপ রায় বলেন, “আজকেই আমি সৃঞ্জয়কে সচিব ঘোষণা করে দেব, এমনই আমার মনের ইচ্ছে ছিল। কিন্তু ও আমাকে বারণ করায় আমি ঘোষণা করছি না। গোটা হাওড়ার মানুষ– বালি থেকে মন্দিরতলা, সর্বত্র সৃঞ্জয়ের সমর্থনে প্রচার করব। হাওড়ার সকলেই মোহনবাগান। সকলেই জানে টুটু বোসের কী অবদান।” এদিনের সভায় উপস্থিত অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “বোস পরিবারের অবদানের কথা সকলেই জানে। মোহনবাগান ক্লাব পরিচালনায় সৃঞ্জয় বোসকে দরকার। ভোটে আমরা জিতবই।”
পাইকপাড়ার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলার প্রাক্তন তারকা ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা।
পাইকপাড়ার মোহিত মঞ্চে সৃঞ্জয় বোসের প্রচারে নচিকেতা।
