সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা হলেন মনবীর সিং। সোশাল মিডিয়ায় পুত্রসন্তানের আগমনের খবর ভাগ করে নিয়েছেন মোহনবাগানের তারকা ফুটবলার। গত সোমবার বাবা হন মনবীর (Manvir Singh)। সন্তানের নাম রেখেছেন জয়বীর। সোশাল মিডিয়ায় মনবীর, তাঁর স্ত্রী অসমিন ও নতুন সদস্যের জন্য উপচে পড়ছে শুভেচ্ছা-ভালোবাসা।
গত বছরের ডিসেম্বর মাসে বিয়ে হয় মনবীরের। দীর্ঘদিনের বান্ধবী অসমিন শেখের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তারকা স্ট্রাইকার। বিয়ের আগে প্রায় আট বছরের সম্পর্ক তাঁদের। অসমিন মডেলিংয়ের পেশায় যুক্ত। একাধিকবার মনবীরের ম্যাচ দেখতে মাঠেও এসেছেন তিনি। বলা যায়, জাতীয় দলের স্ট্রাইকারের অন্যতম শক্তি অসমিন। এবার নয়া ইনিংসের সূচনা দুজনের।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায় সদ্যোজাত পুত্রের হাত ধরে আছেন মনবীর ও অসমিন। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, 'আমাদের পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমাদের হৃদয় এখন কল্পনাতীত ভাবে পূর্ণ। তোমাকে স্বাগত জানাই জয়বীর সিং।' সঙ্গে পুত্রের জন্ম তারিখ ৩ নভেম্বর। সেই পোস্টে দেশের ফুটবল সমর্থকরা তো বটেই, সতীর্থ টম অলড্রেড, সুহেল আহমেদ ভাটরা শুভেচ্ছা জানাচ্ছেন। মাস কয়েক আগে মা হয়েছেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসুর স্ত্রী কস্তুরী ছেত্রী। তিনিও কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন।
আগস্ট মাসেই স্ত্রী অসমিনের সঙ্গে একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে জাতীয় দলের তারকা ফুটবলার সুখবর জানিয়েছিলেন। ফুটবল মাঠে এমনিতে সময়টা ভালো যাচ্ছে না মনবীরের। চোট-আঘাতের সমস্যা ভোগাচ্ছে। সুপার কাপের সফরও গ্রুপ পর্বেই শেষ হয়ে গিয়েছে। তবে কঠিন সময়েও পরিবারে নতুন সদস্যের আগমন পরিবারে খুশির হাওয়া।
