স্টাফ রিপোর্টার: ছুটি কাটিয়ে ফের সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। তবে ইস্টবেঙ্গল যখন গোয়া চলে গিয়েছে, তখন কলকাতাতেই আপাতত দু'দিন প্রস্তুতি সেরে গোয়া উড়ে যাবেন জেসন কামিংসরা। সুপার কাপে নামার আগে শিল্ডের তিন ম্যাচ কার্যত সর্বভারতীয় প্রতিযোগিতার প্রস্তুতি হিসাবেই দেখতে চান জোস মোলিনা। ডুরান্ড কাপের পর দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় ফুটবলারদের ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি ছিল বলে জানিয়ে ছিলেন মোহনবাগান কোচ। আপাতত শিল্ডের তিনটি ম্যাচ সেই ঘাটতির কিছুটা মেটাতে পেরেছে।
সুপার কাপে নামার আগে মোহনবাগানের নবাগত বিদেশি রবসন রবিনহোও তিনটে ম্যাচ প্র্যাকটিস পেয়ে গেলেন। সুপার কাপের আগে যা দলের জন্য খুবই দরকারি। এদিন অনুশীলন শেষে এই ব্রাজিলিয়ান নিজেও বলছিলেন সে কথাই। নিজেই জানালেন দীর্ঘদিন পাঁচ মাস তিনি ম্যাচের মধ্যে ছিলেন না। রবসন বলেন, “দীর্ঘদিন আমি ম্যাচের মধ্যে ছিলাম না। তাও প্রায় পাঁচ মাসের মতো হবে। এই সময়ের মধ্যে আমি নব্বই মিনিট খেলিনি। এই তিন ম্যাচ খেলার পর আমার মনে হয় সুপার কাপে আমি পুরো ফিট হয়ে নামতে পারব।"
ডার্বির শেষে অস্কারও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান এই ব্রাজিলিয়ান। তিনি যোগ করেন, "আমার সঙ্গে ডার্বির আগে ও পরে অস্কারের কথা হয়েছে। উনি আমাকে পছন্দ করেন। একইভাবে আমিও ওকে পছন্দ করি। ডার্বির পরে আমাকে শুভেচ্ছা জানিয়ে বলেছে, ভালো লাগছে আমাকে এখানে দেখে।"
মোহনবাগানে বিদেশিদের মধ্যে প্রথম একাদশে আসার জন্য যথেষ্টই প্রতিযোগিতা রয়েছে বলে মনে করছেন তিনি, "আমি খেলতে পারি অ্যাটাকিং মিডফিল্ডার ও লেফট উইঙ্গারে। এই দুই পজিশনে খেলতেই আমি পছন্দ করি। গত তিন ম্যাচের তুলনায় আরও ভালো ফিট হচ্ছি। আরও অনুশীলন করতে চাই প্রথম একাদশে থাকার জন্য। কোচের হাতে বিদেশি নিয়েও একাধিক অপশন আছে। আমি প্রত্যেকদিনে উন্নতি করছি। আশা করব প্রথম একাদশে সুযোগ পেয়ে গোল করে ও অ্যাসিস্ট করে দলকে আরও সাহায্য করতে পারব। এখানে এসে মনে হচ্ছে নতুন নই, এক মরশুম এখানে খেলে ফেলেছি। এখানকার ফুটবলাররাও আমাকে খুবই সাহায্য করছে। আমি জানি সুপার কাপের আগামী ডার্বিটাও খুবই কঠিন হতে চলেছে। আমাদের ভালো ফুটবলার আছে। আবার জেতার চেষ্টা করব।" শিল্ডের ডার্বি জয়ের পর যদি সুপার কাপেও ডার্বি জিততে পারে মোহনবাগান তাহলে আইএসএলের আগে আত্মবিশ্বাস আরও বাড়বে কামিংসদের।
