স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার থেকে সুপার কাপের জন্য অনুশীলন শুরু করল মোহনবাগান। আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, সুপার কাপে সেরা দল নামাবে না সবুজ-মেরুন। সহকারী কোচ বাস্তব রায়ের অধীনে মূলত জুনিয়র দল নিয়েই নামবে তারা। এদিন অনুশীলনে দেখা গেল সেই ছবিই।
সাহাল আবদুল সামাদ, আশিক কুরুনিয়ন, দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাস, ধীরাজ সিং, অভিষেক ছাড়া সিনিয়র দলের প্রায় কেউই ছিলেন না। তাঁদের সঙ্গেই অনুশীলন করলেন সুহেল ভাটরা। বস্তুত এই তরুণ ব্রিগেড নিয়েই সুপার কাপে নামবে সবুজ-মেরুন শিবির। আসলে আইএসএল লিগ এবং কাপ দুটোই জিতে যাওয়ার পর সেভাবে সুপার কাপকে গুরুত্ব দিচ্ছে না মোহনবাগান। তাছাড়া, দলের তরুণ ফুটবলাররা সেভাবে গোটা মরশুমে গেমটাইম পাননি, সেদিকেও নজর রয়েছে কোচের। সেকারণেই সুপার কাপে তরুণদের উপর ভরসা রাখার সিদ্ধান্ত।
তবে প্রস্তুতির শুরুতেই তাল কেটেছে। ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় বেশিক্ষণ অনুশীলন করতে পারেনি মোহনবাগান। সেটা অবশ্য ইস্টবেঙ্গলও পারেনি। যুবভারতীতে পাশাপাশি মাঠে এদিন সামান্য সময়ের আগে-পরে অনুশীলনে নামে দুই ক্লাব। কিছুক্ষণ সিচুয়েশন প্র্যাকটিস করেই উঠে যান পিভি বিষ্ণুরা। এদিকে, সল ক্রেসপোর এমআরআই রিপোর্টে বিশেষ কোনও সমস্যা ধরা পড়েনি। তবে তাঁকে সুপার কাপে পাওয়া যাবে কি না, স্পষ্ট নয়।
