মোহনবাগান: ২ (ম্যাকলারেন)
চেন্নাইয়িন: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মধ্যে একমাত্র সুপার কাপ জিততে পারেনি মোহনবাগান। এবার অধরা ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে প্রথম ম্যাচে চেন্নাইয়িন এফসি'র বিরুদ্ধে নেমেছিল তারা। তাতে অবশ্য ক্লিনশিট রেখে ২-০ ব্যবধানে জয় পেয়ে সুপার কাপ অভিযান শুরু করল মোলিনার দল।
গোয়ার ফতোরদা স্টেডিয়ামে প্রবল বৃষ্টির মধ্যে শুরু হয় খেলা। ২ মিনিটের মধ্যে ফ্রিকিক পায় চেন্নাই। বাগান রক্ষণভাগ সজাগ থাকায় বিপদ হয়নি। খানিক পর শুভাশিস স্কোয়ার পাস পেয়ে গোলে শট রাখার চেষ্টা করেন। চেন্নাই গোলরক্ষক নওয়াজ বিপন্মুক্ত করেন। ৯ মিনিটে আক্রমণ শানান মনবীর সিং। এক্ষেত্রেও গোলমুখ খোলেনি। সৌজন্যে নওয়াজ। ফিরতি বলে লিস্টন কোলাসো শট নিলেও চেন্নাই ডিফেন্স তৈরি ছিল।
২১ মিনিটে স্প্যানিয়ার্ড তারকা আলবার্তো রদ্রিগেজের প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রথম ৩০ মিনিট পর্যন্ত তিন-তিনটে ফ্রিকিক আদায় করলেও বাগান রক্ষণকে পরীক্ষার মুখে ফেলতে পারেনি চেন্নাই। ৩৪ মিনিটে লিস্টনের ফ্রিকিকেও গোল হয়নি। চার মিনিট পর মোহনবাগানের আক্রমণে প্রাণশক্তির সঞ্চার ঘটান জেমি ম্যাকলারেন। তাঁর গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। লিস্টনের ব্যাক হিল থেকে পাস পেয়ে বল বিপক্ষের জালে জড়িয়ে দিতে ভুল করেননি অজি ফুটবলার। ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় সবুজ-মেরুন। তবে মুষলধারে বৃষ্টি হওয়ায় নন্দনিক ফুটবলের অভাব পরিলক্ষিত হয়। ঘাসের নিচে জল জমে যাওয়ায় বল দাঁড়িয়ে যাচ্ছিল।
দ্বিতীয়ার্ধ কমে গিয়েছিল বৃষ্টি। মোহনবাগানও ধীরে ধীরে ছন্দে ফেরে। ৫২ মিনিটে অনিরুদ্ধ-ম্যাকলারেন যুগলবন্দি দেখা যায়। সেই সময় চেন্নাইয়ের রক্ষণে সজাগ ছিলেন একসময় মোহনবাগানে খেলা প্রীতম কোটাল। ৫৪ মিনিটে ম্যাকলারেন বক্সের ভেতরে একটি থ্রু বল পেয়েও কাজে লাগাতে পারলেন না। চেন্নাই মাঝেমাঝে প্রতিআক্রমণ করে বটে, তবে ফলপ্রসূ হয়নি। ৬৭ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাকলারেন। মনবীরকে পাস বাড়ান শুভাশিস। মনবীরের ক্রস থেকে ফের গোল করেন জেমি। একেবারে শেষে ক্লুজনারের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে ব্যবধান কমাতে পারত চেন্নাই। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে মোহনবাগান। জেমি যেভাবে আক্রমণভাগে ভরসা জোগালেন, তাতে অনেকটাই নিশ্চিন্ত হবেন মোলিনা। তবে গোটা দলের পারফরম্যান্স কি মন ভরাবে বাগান কোচের? প্রশ্ন কিন্তু থাকছে। সবুজ-মেরুনের পরবর্তী ম্যাচ ২৮ অক্টোবর। প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে প্রথম ম্যাচে আটকে দেওয়া ডেম্পো।
