shono
Advertisement
Mohun Bagan

বিশ বাঁও জলে আইএসএল! অনির্দিষ্টকালের জন্য অনুশীলন স্থগিত রাখল মোহনবাগান

কোনও সংস্থাই আইএসএলের টেন্ডারের জন্য বিড করেনি।
Published By: Arpan DasPosted: 08:35 PM Nov 07, 2025Updated: 09:29 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের সেরা লিগ আদৌ হবে কি না, সেই নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন। কারণ কোনও সংস্থাই আইএসএলের টেন্ডারের জন্য বিড করেনি। আইএসএল নিয়ে এই পরিস্থিতির জন্য অনির্দিষ্টকালের জন্য অনুশীলন স্থগিত রাখল মোহনবাগান।

Advertisement

আইএসএল আয়োজনের জন্য প্রথমে ৫ নভেম্বর বিড পেপার জমা দেওয়ার শেষ দিন রেখেছিল ফেডারেশনের টেন্ডার কমিটি। পরে সেটা বাড়িয়ে ৭ নভেম্বর করা হয়। কিন্তু দু'দিন বাড়ানোর পরও এফএসডিএল-সহ কোন সংস্থা আইএসএলের জন্য বিড করেনি। ফলে আইএসএল হওয়া নিয়েই বিরাট প্রশ্নচিহ্ন। এই অবস্থায় অনুশীলনে নামছে না মোহনবাগান। অন্তত যতক্ষণ না আইএসএল নিয়ে কোনও স্পষ্টতা আসছে, ততক্ষণ এই পরিস্থিতি চলবে।

১০ নভেম্বর থেকে মোহনবাগানের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আইএসএলের অনিশ্চিয়তা মানে সব ক্লাবের মাথাতেই দুশ্চিন্তার কালো মেঘ। ফলে অনুশীলন বন্ধ রাখছে মোহনবাগান। আরও একটি বিষয় হল, সবুজ-মেরুন কোচ জোসে মোলিনার ভাগ্য নিয়েও সিদ্ধান্ত কী হবে জানা যাচ্ছে না। কারণ, আইএসএলের দিন জানলে ভাগ্য নির্ধারণ হত মোলিনার। সেটা নিয়েও আপাতত কোনও উত্তর নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের সেরা লিগ আদৌ হবে কি না, সেই নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন।
  • কারণ কোনও সংস্থাই আইএসএলের টেন্ডারের জন্য বিড করেনি।
  • আইএসএল নিয়ে এই পরিস্থিতির জন্য অনির্দিষ্টকালের জন্য অনুশীলন স্থগিত রাখল মোহনবাগান।
Advertisement