স্টাফ রিপোর্টার: সুপার কাপে নামার আগে মঙ্গলবার একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে মোহনবাগান। ভুবনেশ্বর উড়ে যাওয়ার আগে দল কতটা প্রস্তুত রয়েছে তা দেখে নেওয়ার জন্য এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছেন কোচ বাস্তুব রায়। আরেক সহকারি কোচ ডেগি কার্ডোজো যোগ দিয়েছেন মোহনবাগান অনুশীলনে। এতদিন অসুস্থ থাকায় পুরোদমে অনুশীলন করতে পারছিলেন না গ্লেন মার্টিন্স। সোমবার তিনি পুরোদমে অনুশীলন করেছেন।
রবিবার ইস্টবেঙ্গলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের সামনে এখন কেরালা ব্লাস্টার্স। মোহনবাগান এই প্রতিযোগিতায় নুনো রুইসকে খেলানোর পরিকল্পনা করেছে। আইএসএল লিগ শিল্ড ও কাপ জয়ের পর সুপার কাপে একঝাঁক তরুণ ফুটবলারকে সুযোগ দিয়ে দেখে নিতে চায় সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে সুপার কাপের আগে যেন নাটক হয়েই যাচ্ছে মহামেডানে। মরশুম শেষ হতে চলেছে, এরই মধ্যে অনুশীলনে দেখা যাচ্ছে এক নতুন বিদেশি নেমেছেন। খোঁজ নিয়ে জানা গেল দিল্লি এফসিতে খেলা ক্যামেরুনের এই ফুটবলারের নাম জুনিয়র এনগুয়েনে। উইংয়ে খেলেন। কোচ মেহরাজউদ্দিন ওয়াডু জানান, এক কর্তার অনুরোধে অনুশীলনে নেমেছিলেন এই ফুটবলার। তাঁকে সুপার কাপে খেলানোর জন্য চেষ্টা করেছিলেন সাদা-কালো কর্তারা। বুধবার সাদা-কালো ফুটবলাররা উড়ে যাবেন ভুবনেশ্বরে। সোমবার অনুশীলনেও আইএসএল খেলা দুই বিদেশি মার্ক সামারবাক ও ফ্লোরেন্ত ওগিয়ের থাকলেও সাদা-কালো কোচের কাছে খবর নেই দ্বিতীয় বিদেশি আদৌ ভুবনেশ্বরে যাবেন কিনা।
সাদা-কালো কর্তারা সুপার কাপে কোনও মতে দলটাকে নামাতে চাইছেন। ক্লাবের সহ-সভাপতি কামরুদ্দিন বলছেন, "আমাদের দল শেষ পর্যন্ত সুপার কাপ খেলবে। বিদেশি খেলতে পারলে ভালো না হলেও অসুবিধা নেই।" মহামেডান কোচ মেহরাজের চিন্তা ডিফেন্স নিয়ে। হাতে ডিফেন্সের ফুটবলার নেই। প্রথম ম্যাচে প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড। যাদের আক্রমণভাগ দুর্দান্ত।
