shono
Advertisement
Mohun Bagan

খেলতে আপত্তি নেই, বিদেশিমুক্ত ডুরান্ড চেয়ে ফেডারেশনকে চিঠি মোহনবাগানের

শনিবার থেকে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করবেন সবুজ-মেরুন ফুটবলাররা।
Published By: Prasenjit DuttaPosted: 02:11 PM Jul 11, 2025Updated: 02:11 PM Jul 11, 2025

প্রসূন বিশ্বাস: বিদেশিমুক্ত ডুরান্ড চাইছে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। দেশের ফুটবলের উন্নতিই লক্ষ্য তাদের। এই মর্মে ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সবুজ-মেরুন শিবির। আইএসএলে ভারতীয় ফুটবলাররা কম সুযোগ পান। সেই কারণে আরও বেশি করে ভারতীয় ফুটবলার তুলে আনার জন্য ফেডারেশনকে প্রস্তাব দিয়েছে মোহনবাগান।

Advertisement

মোহনবাগান শিবিরের তরফে চিঠিতে এই বিষয়টি নিয়ে আলোকপাত করে দাবি করা হয়েছে, বিদেশিমুক্ত ডুরান্ডের আয়োজন করা হোক। যেখানে কেবল ভারতীয় ফুটবলাররাই শতাব্দী প্রাচীন এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে। এমনটা হলে আরও বেশি করে দেশীয় ফুটবলার উঠে আসবে। যদিও এ ব্যাপারে এখনও ফেডারেশনের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।  

অন্যদিকে, টুর্নামেন্টে খেলার জন্য ডুরান্ড কমিটির কাছে শর্ত রেখেছিল মোহনবাগান। এই সময় নানান টুর্নামেন্টের জন্য মাঠ নিয়ে নেওয়া হয়। সেই কারণে প্র্যাকটিসে সমস্যা দেখা যায়। তাই অনুশীলনের মাঠ চেয়েছিল মোহনবাগান। ডুরান্ড কমিটি সবুজ-মেরুন ক্লাবের এই দাবি মেনে নিয়েছে। শর্ত মেনে নেওয়ায় ডুরান্ড খেলতে রাজি হয়েছে মোহনবাগান। শনিবার থেকে আইএসএল চ্যাম্পিয়নরা যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করবেন। উল্লেখ্য, গত দশদিন রাজারহাটে ফেডারেশনের সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করছিলেন মোহনবাগান ফুটবলাররা। 

উল্লেখ্য, এবারের ডুরান্ডে বাংলা থেকে খেলবে চার দল। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার এফসি। ২৩ জুলাই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শতাব্দী প্রাচীন এই ফুটবল টুর্নামেন্টের কিক অফ। প্রথম ম্যাচে নামতে চলেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি। মোহনবাগান ডুরান্ডে প্রথম ম্যাচ খেলবে ৩১ জুলাই। প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর ৪ আগস্ট সবুজ-মেরুনের খেলা বিএসএফ ফুটবল টিমের সঙ্গে। ৯ আগস্ট ডায়মন্ড হারবার এফসি’র মুখোমুখি হবে মোহনবাগান। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিদেশিমুক্ত ডুরান্ড চাইছে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান।
  • দেশের ফুটবলের উন্নতিই লক্ষ্য তাদের।
  • এই মর্মে ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সবুজ-মেরুন শিবির।
Advertisement